শেখ হাসিনার বিচার সম্প্রচারের সময় ট্রাইব্যুনালের পেজে সাইবার হামলা

- আপডেট সময় : ০৩:১৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ১৭ বার পড়া হয়েছে

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলার ঘটনা ঘটেছে।
রোববার (১২ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
তিনি জানান, “আজ রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। ঠিক সেই সময় আমাদের ফেসবুক পেজে হ্যাকাররা সাইবার আক্রমণ চালায়। পেজটি সাময়িকভাবে ডিসেবল করে দেওয়া হলেও পরবর্তীতে উদ্ধার করা সম্ভব হয়েছে।”
তাজুল ইসলাম আরও বলেন, “অভিযুক্তদের অপরাধ ও তাদের নিষ্ঠুরতার অকাট্য প্রমাণ যাতে বিশ্ববাসী জানতে না পারে, সে কারণেই এই হামলা চালানো হয়েছে। কিন্তু আমরা ন্যায়বিচারের পথে অটল। বাংলাদেশে অপরাধীদের রক্ষা করার কোনো চেষ্টা সফল হবে না।”
তিনি আরও জানান, “আমরা কোনো প্রতিহিংসা নয়, কেবল ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করছি। অপরাধীরা যাতে পার না পায়, সেটাই আমাদের লক্ষ্য।”
এদিন বেলা পৌনে ১২টার দিকে শেখ হাসিনা ও আরও দুইজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। পুরো যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এম.এইচ. তামিম, ফারুক আহাম্মদ, আবদুস সোবহান তরফদারসহ অন্যরা।