জোবায়েদ হত্যা : দোষীদের ফাঁসির দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ
- আপডেট সময় : ০৫:২৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ২২৪ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. জোবায়েদ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন— “খুন হয়েছে আমার ভাই, খুনি তোর রক্ষা নাই”, “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”, “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে”, “অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন” ইত্যাদি।
সমাবেশে পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রিপন রউফ রিপন বলেন, “পুলিশ এখনো সঠিকভাবে তদন্ত সম্পন্ন করতে পারেনি। তাদের দেওয়া ঘটনার বিবরণে অসঙ্গতি রয়েছে। আমরা দাবি জানাই, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হোক। আমরা দোষীদের ফাঁসি চাই।”
জোবায়েদের সহপাঠী সজল বলেন, “পুলিশ এখনও বর্ষা ও তার পরিবারের সদস্যদের যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করেনি। শুধু বর্ষা নয়, তার পরিবারও এই ঘটনায় জড়িত বলে আমাদের বিশ্বাস। আমরা পুলিশের টালবাহানা মেনে নেব না। আদালতে আমাদের এক সহপাঠী ভিডিও ধারণ করতে গেলে পুলিশ তার ফোন কেড়ে নেয়— এমন আচরণের আমরা তীব্র নিন্দা জানাই।”
তিনি আরও বলেন, “আমরা চাই, দ্রুত সময়ের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে প্রকৃত দোষীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।”
উল্লেখ্য, জোবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ও জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
গত এক বছর ধরে তিনি পুরান ঢাকার আরমানিটোলার ১৫, নূরবক্স লেনের রৌশান ভিলায় বর্ষা নামের এক ছাত্রীকে পড়াতেন। রোববার বিকেল সাড়ে চারটার দিকে ওই বাসার তৃতীয় তলায় উঠতে গিয়ে সিঁড়িতেই খুন হন জোবায়েদ। পরবর্তীতে সিঁড়ির নিচ তলা থেকে তৃতীয় তলা পর্যন্ত রক্তের দাগ পাওয়া যায়।



















