পরিবেশবাদী পলাশের
মধুপুর উপজেলা প্রশাসনকে বৈলাম ও সিভিট গাছ উপহার
- আপডেট সময় : ০৯:০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ১৪৬ বার পড়া হয়েছে

পরিবেশবাদী বৃক্ষ প্রেমিক মাহবুবুল ইসলাম পলাশ
টাঙ্গাইলোর মধুপুর উপজেলা প্রশাসনকে বিলুপ্ত প্রায় বৈলাম ও সিভিট গাছ উপহার দিয়েছেন।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ক্যাম্পাসের আনারস চত্ত্বরে প্রশাসনের পক্ষে পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হালিম, খন্দকার মোকাদ্দেস এ দুটি বৃক্ষ গ্রহণ করেন।
পরিবেশ ও প্রকৃতি রক্ষায় দেশের ৬৪ জেলায় বিনামূল্যে বিপন্ন প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনাকারী সিরাজগঞ্জের মাহবুবুল ইসলাম পলাশ তাদের হাতে এ বৃক্ষ তুলে দিয়েছেন।
পরিবেশ প্রকৃতি নিয়ে কাজ করা মাহবুবুল ইসলাম পলাশ পরিবেশ বন্ধু হিসেবে দুইবার জাতীয় পুরষ্কার পেয়েছেন। পেয়েছেন আন্তর্জাতিক পুরষ্কারও।
শান্ত জানান, বৈলাম গাছ বাংলাদেশের সব থেকে উঁচু বৃক্ষ। এই গাছ ৩০০/৪০০ ফুট পর্যন্ত লম্বা হয়। ৭০০ বছর পর্যন্ত বেঁচে থাকে। বর্তমানে দেশে হাতে গুনা কয়েকটা বৈলাম গাছ আছে। সিভিট গাছ ও তার ফল কাকাতুয়া, ময়না এবং টিয়া পাখির পছন্দের খাবার। যা কালের বির্বতনে হারিয়ে যাচ্ছে। এসব বৃক্ষ রাজি হারিয়ে যাওয়ায় পরিবেশ প্রকৃতি বিনষ্ট হচ্ছে।
তিনি বলেন, পরিবেশ বাঁচিয়ে রাখতে চাইলে প্লাস্টিক এবং কার্বন মুক্ত পৃথিবী গড়তে হবে। এ কাজটা এগিয়ে নিতে তিনি নিজ উদ্যোগে বিপন্ন প্রজাতির বৃক্ষ রোপণ এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে এই উদ্যোগ নিয়েছেন।
বিরল বৃক্ষ হস্তান্তর কালে যুগান্তর প্রতিনিধি এস.এম শহীদ, কালেরকন্ঠ প্রতিনিধি আমিনুল হক, ফলদ বাংলাদেশের রাতুল মুন্সী উপস্থিত ছিলেন ।
পলাশ জানান, সারাদেশের ৬৪ জেলায় তার এ কর্মসূচি পরিচালিত হবে। বীজ সংগ্রহ ও চারা তৈরি করে সেই চারা নিয়ে তিনি দেশের বিভিন্ন এলাকায় ছুটে যাচ্ছেন। গত দুই বছর আগে এ কর্মসূচি শুরু করে এ পর্যন্ত বিশটি জেলা কাভার করেছেন। সোমবার টাঙ্গাইলের মধুপুর থেকে শুরু করা এই কর্মসূচিতে পাঁচটি জেলায় বৃক্ষরোপণ হবে। জেলাগুলো হলো টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোণা ও কিশোরগঞ্জ। ৫ দিনে তিনি তার এ পর্বের কর্মসূচি শেষ করবেন।

















