ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মধুপুরে দুই দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী ও উদ্যোক্তা মেলা উদ্বোধন

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৬:৫২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ২৫ বার পড়া হয়েছে

“উদ্যোক্তা হবে শক্তি, গড়বে অর্থনীতির ভিত্তি”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে দুই দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী ও উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। উচ্চমূল্যের ফল-ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ বিষয়ক “ভ্যালু চেইন উপ-প্রকল্প” অধীনে এই প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে মধুপুর রানী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এবং সোসাইটি ফর সোস্যাল সার্ভিস (এসএসএস)-এর বাস্তবায়নে দুই দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়।

দু’দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন।

আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক সন্তোষ চন্দ্র পাল।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ও ফোকাল পার্সন প্রদীপ কুমার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ. কে. ওবায়দুল হক, মধুপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম খায়রুল ইসলাম, মধুপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, এসএসএস-এর সহকারী পরিচালক (ঋণ) গাজী মো. এনামুল কবীর, সদস্য উৎপল পাল প্রমুখ।
এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, কৃষি উদ্যোক্তা, চাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জুবায়ের হোসেন বলেন, “কৃষির উন্নয়নে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী উদ্যোগ এখন সময়ের দাবি। এই ধরনের মেলা কৃষক ও উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি কৃষিতে নতুন জাত, চাষাবাদের উন্নত কৌশল ও বাজারব্যবস্থাপনা বিষয়ে সরকার এবং বিভিন্ন সংস্থার সহযোগিতার কথা তুলে ধরেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, উচ্চমূল্যের ফল-ফসলের চাষ সম্প্রসারণ এবং বাজার ব্যবস্থাপনার উন্নতি কৃষকদের আয় বাড়াতে বড় ভূমিকা রাখবে। একই সঙ্গে উদ্যোক্তা তৈরির মাধ্যমে স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।

মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, কৃষিযন্ত্র, উচ্চমূল্যের ফল-ফসল, জৈব সার, উদ্ভাবনী উদ্যোগ এবং বিভিন্ন উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে।

মেলায় আগত কৃষক ও উদ্যোক্তারা জানান, এমন প্রদর্শনী তাদের জন্য উপকারী, কারণ এখানে তারা নতুন প্রযুক্তি, বীজ, চারা, বাজার ব্যবস্থাপনা এবং সম্ভাবনাময় ফসল সম্পর্কে সরাসরি জানতে পারছেন।

আগামী শনিবার (২২ নভেম্বর) বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ মেলার সমাপ্তি হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

মধুপুরে দুই দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী ও উদ্যোক্তা মেলা উদ্বোধন

আপডেট সময় : ০৬:৫২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

“উদ্যোক্তা হবে শক্তি, গড়বে অর্থনীতির ভিত্তি”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে দুই দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী ও উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। উচ্চমূল্যের ফল-ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ বিষয়ক “ভ্যালু চেইন উপ-প্রকল্প” অধীনে এই প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে মধুপুর রানী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এবং সোসাইটি ফর সোস্যাল সার্ভিস (এসএসএস)-এর বাস্তবায়নে দুই দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়।

দু’দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন।

আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস) এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক সন্তোষ চন্দ্র পাল।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ও ফোকাল পার্সন প্রদীপ কুমার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ. কে. ওবায়দুল হক, মধুপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম খায়রুল ইসলাম, মধুপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, এসএসএস-এর সহকারী পরিচালক (ঋণ) গাজী মো. এনামুল কবীর, সদস্য উৎপল পাল প্রমুখ।
এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, কৃষি উদ্যোক্তা, চাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জুবায়ের হোসেন বলেন, “কৃষির উন্নয়নে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী উদ্যোগ এখন সময়ের দাবি। এই ধরনের মেলা কৃষক ও উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি কৃষিতে নতুন জাত, চাষাবাদের উন্নত কৌশল ও বাজারব্যবস্থাপনা বিষয়ে সরকার এবং বিভিন্ন সংস্থার সহযোগিতার কথা তুলে ধরেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, উচ্চমূল্যের ফল-ফসলের চাষ সম্প্রসারণ এবং বাজার ব্যবস্থাপনার উন্নতি কৃষকদের আয় বাড়াতে বড় ভূমিকা রাখবে। একই সঙ্গে উদ্যোক্তা তৈরির মাধ্যমে স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।

মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, কৃষিযন্ত্র, উচ্চমূল্যের ফল-ফসল, জৈব সার, উদ্ভাবনী উদ্যোগ এবং বিভিন্ন উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে।

মেলায় আগত কৃষক ও উদ্যোক্তারা জানান, এমন প্রদর্শনী তাদের জন্য উপকারী, কারণ এখানে তারা নতুন প্রযুক্তি, বীজ, চারা, বাজার ব্যবস্থাপনা এবং সম্ভাবনাময় ফসল সম্পর্কে সরাসরি জানতে পারছেন।

আগামী শনিবার (২২ নভেম্বর) বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ মেলার সমাপ্তি হবে।