ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইল -১ এ মনোনয়ন নিয়ে মতবিনিময়

পরিবর্তন ও অগ্রগতিতে ঐক্যের বার্তা আফিফের

ধনবাড়ী করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৯:৫০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আফিফ উদ্দিন আহমাদ দলের কর্মী, সমর্থকসহ সকল রাজনৈতিক মতাদর্শের মানুষের মধ্যে ঐক্য ও সংযোগ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “ঐক্যই আমাদের শক্তি—পরিবর্তন ও অগ্রগতির প্রতীক হতে চাই।”

রোববার বিকেলে ধনবাড়ীর ঐতিহ্যবাহী নবাব বাড়ির আঙিনায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নবাব নওয়াব আলী চৌধুরীর নাতনির ছেলে আফিফ উদ্দিন আহমাদ এর সভায় দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।এতে দলকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়।

সভায় তিনি বলেন, বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন প্রাথমিক মনোনয়ন পেলেও, আরেক সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী মনোনয়ন পাননি। মনোনয়ন বঞ্চিত মোহাম্মদ আলীর সমর্থকরা পুনরায় বিবেচনার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে।এতে সংঘর্ষ, ভাঙচুর ও রক্তপাতের মতো ঘটনা ঘটছে। এসব পরিস্থিতি সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে এবং দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

আফিফ উদ্দিন আহমাদ আরও বলেন,
“এই সংকটে তৃতীয় পক্ষের সুযোগ তৈরি হচ্ছে। দলকে বাঁচাতে, নির্বাচনকে সুষ্ঠু করতে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় নেতাদের নতুন করে মনোনয়ন বিষয়ে ভাবার আহ্বান জানাই।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আফিফ উদ্দিন আহমাদ। সভায় বক্তব্য দেন রাসেল, খালেদা, হাসিনা বেগম, মনিরুজ্জামান, মীর মুক্তার হোসেন, খন্দকার নাজির,দুলাল মিয়া, আফজাল হোসেন, নুরুল ইসলাম, মমতাজ বেগম প্রমুখ স্থানীয় নেতৃবৃন্দ। সভা জুড়ে ঐক্য, শান্তি ও আন্তরিকতার আহ্বান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

টাঙ্গাইল -১ এ মনোনয়ন নিয়ে মতবিনিময়

পরিবর্তন ও অগ্রগতিতে ঐক্যের বার্তা আফিফের

আপডেট সময় : ০৯:৫০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আফিফ উদ্দিন আহমাদ দলের কর্মী, সমর্থকসহ সকল রাজনৈতিক মতাদর্শের মানুষের মধ্যে ঐক্য ও সংযোগ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “ঐক্যই আমাদের শক্তি—পরিবর্তন ও অগ্রগতির প্রতীক হতে চাই।”

রোববার বিকেলে ধনবাড়ীর ঐতিহ্যবাহী নবাব বাড়ির আঙিনায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নবাব নওয়াব আলী চৌধুরীর নাতনির ছেলে আফিফ উদ্দিন আহমাদ এর সভায় দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।এতে দলকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়।

সভায় তিনি বলেন, বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন প্রাথমিক মনোনয়ন পেলেও, আরেক সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী মনোনয়ন পাননি। মনোনয়ন বঞ্চিত মোহাম্মদ আলীর সমর্থকরা পুনরায় বিবেচনার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে।এতে সংঘর্ষ, ভাঙচুর ও রক্তপাতের মতো ঘটনা ঘটছে। এসব পরিস্থিতি সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে এবং দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

আফিফ উদ্দিন আহমাদ আরও বলেন,
“এই সংকটে তৃতীয় পক্ষের সুযোগ তৈরি হচ্ছে। দলকে বাঁচাতে, নির্বাচনকে সুষ্ঠু করতে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় নেতাদের নতুন করে মনোনয়ন বিষয়ে ভাবার আহ্বান জানাই।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আফিফ উদ্দিন আহমাদ। সভায় বক্তব্য দেন রাসেল, খালেদা, হাসিনা বেগম, মনিরুজ্জামান, মীর মুক্তার হোসেন, খন্দকার নাজির,দুলাল মিয়া, আফজাল হোসেন, নুরুল ইসলাম, মমতাজ বেগম প্রমুখ স্থানীয় নেতৃবৃন্দ। সভা জুড়ে ঐক্য, শান্তি ও আন্তরিকতার আহ্বান জানান বক্তারা।