ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইল-১(মধুপুর -ধনবাড়ী) মনোনয়ন বঞ্চিত

মনোনয়ন বাতিল দাবিতে মধুপুরে লাল কার্ড বিক্ষোভ

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ১০:০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ১৮ বার পড়া হয়েছে

মধুপুরে মনোনয়ন বাতিল দাবির আন্দোলন চলছেই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর- ধনবাড়ী) আসনে মনোনয়ন বঞ্চিত বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক আইনজীবী নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থকরা ফকির মাহবুব আনাম স্বপনের প্রাথমিক মনোনয়ন বাতিল দাবিতে লাল কার্ড দেখিয়ে বিক্ষোভ মিছিল করেছেন।

পরে সমাবেশ করে তার সমর্থক ও নেতাকর্মীরা মাঠ জরিপ করে জনপ্রিয় নেতা মোহাম্মদ আলীকে মনোনয়ন দেয়ার দাবি করেন।

বুধবার বিকেলে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মোহাম্মদ আলীর কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে শুরুর স্থানে ফিরে এসে সমাবেশ করে। মিছিল চলাকালীন সবার হাতে লাল কার্ড ছিল। হাত উচিয়ে ওই কার্ড প্রদর্শন ও “বয়কট বয়কট স্বপন ফকির বয়কট” স্লোগান দিতে থাকেন।

অপ্রীতিকর ঘটনা এড়াতে বিকাল থেকে মধুপুর আনারস চত্বরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছিল।

সমাবেশে বক্তব্য দেন মোহাম্মদ আলী গ্রুপের সমন্বয়ক বিএনপির সাবেক নেতা আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন খান বাবলু যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান।

উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রেজাউল হক, মধুপুর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদ সরকার, যুবদল নেতা মনি সরকার, রুবেল, আব্দুল হক প্রমুখ।

সমাবেশে বক্তরা বলেন, বিএনপি থেকে যাকে প্রাথমিকভাবে মনোনয়ন দেয়া হয়েছে বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের বাড়ি এখানে না। তার জন সম্পৃক্ততা নেই। পুনরায় মাঠে জরিপ করার আহবান জানান তারা। তারা স্বপন ফকিরের মনোনয়ন বাতিল করে বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, জিয়া ফাউন্ডেশনের পরিচালক, আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব মধুপুর ধনবাড়ীর গণমানুষের নেতা দাবি করে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর মনোনয়ন চেয়েছেন তারা।

উল্লেখ্য, এ আসনে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য শিল্পপতি ফকির মাহবুব আনাম স্বপন কে। তিনি ২০২১ সালে টাঙ্গাইল-১ আসনে প্রথম নির্বাচন করেন। পরে ২০১৪ সালে দ্বিতীয় বার নির্বাচন করেও জিততে পারেননি। এবার তৃতীয়বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

টাঙ্গাইল-১(মধুপুর -ধনবাড়ী) মনোনয়ন বঞ্চিত

মনোনয়ন বাতিল দাবিতে মধুপুরে লাল কার্ড বিক্ষোভ

আপডেট সময় : ১০:০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

মধুপুরে মনোনয়ন বাতিল দাবির আন্দোলন চলছেই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর- ধনবাড়ী) আসনে মনোনয়ন বঞ্চিত বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক আইনজীবী নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থকরা ফকির মাহবুব আনাম স্বপনের প্রাথমিক মনোনয়ন বাতিল দাবিতে লাল কার্ড দেখিয়ে বিক্ষোভ মিছিল করেছেন।

পরে সমাবেশ করে তার সমর্থক ও নেতাকর্মীরা মাঠ জরিপ করে জনপ্রিয় নেতা মোহাম্মদ আলীকে মনোনয়ন দেয়ার দাবি করেন।

বুধবার বিকেলে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মোহাম্মদ আলীর কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে শুরুর স্থানে ফিরে এসে সমাবেশ করে। মিছিল চলাকালীন সবার হাতে লাল কার্ড ছিল। হাত উচিয়ে ওই কার্ড প্রদর্শন ও “বয়কট বয়কট স্বপন ফকির বয়কট” স্লোগান দিতে থাকেন।

অপ্রীতিকর ঘটনা এড়াতে বিকাল থেকে মধুপুর আনারস চত্বরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছিল।

সমাবেশে বক্তব্য দেন মোহাম্মদ আলী গ্রুপের সমন্বয়ক বিএনপির সাবেক নেতা আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন খান বাবলু যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান।

উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রেজাউল হক, মধুপুর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদ সরকার, যুবদল নেতা মনি সরকার, রুবেল, আব্দুল হক প্রমুখ।

সমাবেশে বক্তরা বলেন, বিএনপি থেকে যাকে প্রাথমিকভাবে মনোনয়ন দেয়া হয়েছে বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের বাড়ি এখানে না। তার জন সম্পৃক্ততা নেই। পুনরায় মাঠে জরিপ করার আহবান জানান তারা। তারা স্বপন ফকিরের মনোনয়ন বাতিল করে বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, জিয়া ফাউন্ডেশনের পরিচালক, আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব মধুপুর ধনবাড়ীর গণমানুষের নেতা দাবি করে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর মনোনয়ন চেয়েছেন তারা।

উল্লেখ্য, এ আসনে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য শিল্পপতি ফকির মাহবুব আনাম স্বপন কে। তিনি ২০২১ সালে টাঙ্গাইল-১ আসনে প্রথম নির্বাচন করেন। পরে ২০১৪ সালে দ্বিতীয় বার নির্বাচন করেও জিততে পারেননি। এবার তৃতীয়বারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন।