ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পত্রিকা অফিস ও সাংস্কৃতিক কেন্দ্রে অগ্নিসংযোগ

প্রিণ্ট মিডিয়া আসোসিয়েশন টাঙ্গাইলের নিন্দা ও প্রতিবাদ

সংবাদ বিজ্ঞপ্তি শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ০৬:০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ৬২ বার পড়া হয়েছে

গত ১৮ ডিসেম্বর রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ ও ‘দ্য ডেইলি স্টার’-এর কার্যালয়ে একদল দুর্বৃত্ত কর্তৃক মব সৃষ্টি করে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় গভীর উদ্বেগ এবং তীব্র নিন্দা প্রকাশ করছে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন(পিএমএ), টাঙ্গাইল। একইসঙ্গে দেশের শীর্ষস্থানীয় দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায়ও সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ জানান, সংগঠনের পক্ষ থেকে আমরা মনে করি, সংবাদপত্রের কার্যালয়ে এ ধরনের বর্বরোচিত হামলা ও অগ্নিসংযোগ কেবল মুক্ত সাংবাদিকতার ওপর আঘাত নয়, বরং এটি দেশের গণতন্ত্র ও আইনের শাসনের জন্য এক চরম হুমকি। জনমত তৈরির প্রধান মাধ্যম হিসেবে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্র ও নাগরিক উভয়েরই সাংবিধানিক দায়িত্ব। মব ভায়োলেন্সের মাধ্যমে কোনো সংবাদ প্রতিষ্ঠানকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ন্যাক্কারজনক ঘটনায়ও আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। শিল্প-সংস্কৃতি চর্চার স্থানে এ ধরনের সহিংসতা মুক্তচিন্তা ও সুস্থ সংস্কৃতির বিকাশে চরম অন্তরায়।

প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ বলেন, ‘যদি কোনো সংবাদ বা সম্পাদকীয় নীতি নিয়ে কারো দ্বিমত থাকে, তবে তা আইনগতভাবে বা আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা রয়েছে। কিন্তু আইন হাতে তুলে নিয়ে কার্যালয়ে আগুন দেওয়া এবং কর্মীদের জীবন বিপন্ন করা স্পষ্টত একটি অপরাধমূলক কর্মকান্ড। একটি সভ্য সমাজে শিল্পীদের সৃজনশীল কাজের ওপর আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন। একইসঙ্গে, সংবাদমাধ্যম এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানানো হচ্ছে।

আমরা বিশ্বাস করি, ভয়ভীতি বা হামলা চালিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করা সম্ভব নয়, শিল্প-সংস্কৃতি চর্চাও বন্ধ করা সম্ভব নয়। প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন, টাঙ্গাইল এই সংকটে প্রথম আলো ও ডেইলি স্টার এবং দুটি সাংস্কৃতিক সংগঠনের কর্তৃপক্ষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

পত্রিকা অফিস ও সাংস্কৃতিক কেন্দ্রে অগ্নিসংযোগ

প্রিণ্ট মিডিয়া আসোসিয়েশন টাঙ্গাইলের নিন্দা ও প্রতিবাদ

আপডেট সময় : ০৬:০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

গত ১৮ ডিসেম্বর রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ ও ‘দ্য ডেইলি স্টার’-এর কার্যালয়ে একদল দুর্বৃত্ত কর্তৃক মব সৃষ্টি করে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় গভীর উদ্বেগ এবং তীব্র নিন্দা প্রকাশ করছে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন(পিএমএ), টাঙ্গাইল। একইসঙ্গে দেশের শীর্ষস্থানীয় দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায়ও সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ জানান, সংগঠনের পক্ষ থেকে আমরা মনে করি, সংবাদপত্রের কার্যালয়ে এ ধরনের বর্বরোচিত হামলা ও অগ্নিসংযোগ কেবল মুক্ত সাংবাদিকতার ওপর আঘাত নয়, বরং এটি দেশের গণতন্ত্র ও আইনের শাসনের জন্য এক চরম হুমকি। জনমত তৈরির প্রধান মাধ্যম হিসেবে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্র ও নাগরিক উভয়েরই সাংবিধানিক দায়িত্ব। মব ভায়োলেন্সের মাধ্যমে কোনো সংবাদ প্রতিষ্ঠানকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ন্যাক্কারজনক ঘটনায়ও আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। শিল্প-সংস্কৃতি চর্চার স্থানে এ ধরনের সহিংসতা মুক্তচিন্তা ও সুস্থ সংস্কৃতির বিকাশে চরম অন্তরায়।

প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ বলেন, ‘যদি কোনো সংবাদ বা সম্পাদকীয় নীতি নিয়ে কারো দ্বিমত থাকে, তবে তা আইনগতভাবে বা আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা রয়েছে। কিন্তু আইন হাতে তুলে নিয়ে কার্যালয়ে আগুন দেওয়া এবং কর্মীদের জীবন বিপন্ন করা স্পষ্টত একটি অপরাধমূলক কর্মকান্ড। একটি সভ্য সমাজে শিল্পীদের সৃজনশীল কাজের ওপর আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন। একইসঙ্গে, সংবাদমাধ্যম এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানানো হচ্ছে।

আমরা বিশ্বাস করি, ভয়ভীতি বা হামলা চালিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করা সম্ভব নয়, শিল্প-সংস্কৃতি চর্চাও বন্ধ করা সম্ভব নয়। প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশন, টাঙ্গাইল এই সংকটে প্রথম আলো ও ডেইলি স্টার এবং দুটি সাংস্কৃতিক সংগঠনের কর্তৃপক্ষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।