যানজট নিরসনে কঠোর সিদ্ধান্ত
মধুপুরে অটোরিকশা রঙভিত্তিক চলাচল, ফুটপাত উচ্ছেদ ও রাতেই ট্রাক লোড–আনলোড
- আপডেট সময় : ১০:২৮:৩১ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ৪৮৫ বার পড়া হয়েছে

মধুপুর পৌর শহরে দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে পরিবহণ খাতের সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রশাসনের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ঐক্যমত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) মধুপুর পৌরসভার শহর উন্নয়ন কমিটি (টিএলসিসি)-এর ২৪ ডিসেম্বরের নিয়মিত সভার সিদ্ধান্ত অনুযায়ী পরিবহণ সেক্টরের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, শহরে চলাচলের ক্ষেত্রে একদিন পরপর লাল ও সবুজ রঙের অটোরিকশাকে অনুমোদন দেওয়া হবে। বাসস্ট্যান্ড এলাকায় প্রতি রোডে সর্বোচ্চ ৫টি করে সিএনজি চালিত অটোরিকশা, একটি করে মাহেন্দ্র এবং দূরপাল্লার প্রতি রোডে একটি করে বাস পরবর্তী বাস আসা পর্যন্ত কয়েক মিনিট অবস্থান করতে পারবে। এর মাধ্যমে বাসস্ট্যান্ড এলাকা যানজটমুক্ত রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, পৌর শহরের আঞ্চলিক মহাসড়কের দুই পাশের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গড়ে ওঠা সব অস্থায়ী দোকান উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কেটের সামনে থাকা মোটরসাইকেল স্ট্যান্ড সরিয়ে ফেলা হবে। ট্রাকের লোড–আনলোড কার্যক্রম কেবল রাতের বেলায় সীমাবদ্ধ থাকবে, দিনে এ কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এ বিষয়ে শিল্প ও বণিক সমিতি সার্বিক সহযোগিতা করবে বলে জানানো হয়।
সভায় আরও জানানো হয়, মধুপুরে কোনো অনুমোদিত বাসস্ট্যান্ড না থাকায় জনস্বার্থে এবং শহরের যানজট নিরসনে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন। তিনি সভার শুরুতে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্নার শান্তি কামনা করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর ইকবাল, ট্রাফিক পুলিশের এসআই সাজ্জাদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, সাংবাদিক জয়নাল আবেদীন, এস.এম. শহীদ, আনোয়ার সাদাৎ ইমরান, বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম হাসনাইন বাবু রাজ, ট্রাক মালিক সমিতির প্রতিনিধি সুশীল কুমার সাহা, বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ভুঁইয়া, ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন মধুপুর শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিমসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
সভায় সকল শ্রমিক সংগঠনের নেতারা সুন্দর ও যানজটমুক্ত মধুপুর গড়তে প্রশাসনের সিদ্ধান্ত বাস্তবায়নে ঐক্যমত প্রকাশ করেন এবং জনস্বার্থে এসব সিদ্ধান্ত মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হাত তোলেন।
সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন বলেন, সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের তদবির বা অনুরোধ গ্রহণ করা হবে না। এ বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলেও তিনি সতর্ক করেন।












