ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আরপিও ও ফরম ত্রুটিতে ছিটকে গেলেন তিন

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বৈধ থাকলেন চার প্রার্থী

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ১০:৫৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

মনোনয়ন ফরম পূরণে নানা ভুল ও বিধিমালাজনিত জটিলতার কারণে টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনের তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদের মধ্যে একজন দলীয় প্রার্থী এবং বাকি দুইজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের দপ্তরে প্রার্থীতা বাছাই শেষে এ আসনে জমা পড়া সাতটি মনোনয়ন থেকে তিনটি বাতিল করা হয়।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন—
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারুনুর রশীদ, বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়া কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং জামায়াত ইসলামীর প্রাথমিক প্রার্থী সাবেক অধ্যক্ষ মোন্তাজ আলী।
জানা যায়, সাবেক অধ্যক্ষ মোন্তাজ আলী সরকারি চাকরি থেকে অবসরের পর নির্ধারিত তিন বছর পূর্ণ না হওয়ায় সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার যোগ্যতা হারান। আরপিও (Representation of the People Order) অনুযায়ী এই বিধিনিষেধের কারণে জামায়াত ইসলামীর সিদ্ধান্তে তাকে বাদ দিয়ে দলীয় প্রার্থী করা হয় ডা. আব্দুল্লাহেল কাফিকে। তবে পরে মোন্তাজ আলী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও তাতে ত্রুটি থাকায় সেটিও বাতিল ঘোষণা করা হয়।
অপরদিকে, প্রার্থীতা যাচাইয়ে বৈধ হিসেবে টিকে গেছেন চারজন প্রার্থী। তারা হলেন—
বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. আব্দুল্লাহেল কাফি, স্বতন্ত্র প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ এবং জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট ইলিয়াস হোসেন মনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

আরপিও ও ফরম ত্রুটিতে ছিটকে গেলেন তিন

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বৈধ থাকলেন চার প্রার্থী

আপডেট সময় : ১০:৫৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬

মনোনয়ন ফরম পূরণে নানা ভুল ও বিধিমালাজনিত জটিলতার কারণে টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনের তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদের মধ্যে একজন দলীয় প্রার্থী এবং বাকি দুইজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের দপ্তরে প্রার্থীতা বাছাই শেষে এ আসনে জমা পড়া সাতটি মনোনয়ন থেকে তিনটি বাতিল করা হয়।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন—
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারুনুর রশীদ, বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়া কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং জামায়াত ইসলামীর প্রাথমিক প্রার্থী সাবেক অধ্যক্ষ মোন্তাজ আলী।
জানা যায়, সাবেক অধ্যক্ষ মোন্তাজ আলী সরকারি চাকরি থেকে অবসরের পর নির্ধারিত তিন বছর পূর্ণ না হওয়ায় সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার যোগ্যতা হারান। আরপিও (Representation of the People Order) অনুযায়ী এই বিধিনিষেধের কারণে জামায়াত ইসলামীর সিদ্ধান্তে তাকে বাদ দিয়ে দলীয় প্রার্থী করা হয় ডা. আব্দুল্লাহেল কাফিকে। তবে পরে মোন্তাজ আলী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও তাতে ত্রুটি থাকায় সেটিও বাতিল ঘোষণা করা হয়।
অপরদিকে, প্রার্থীতা যাচাইয়ে বৈধ হিসেবে টিকে গেছেন চারজন প্রার্থী। তারা হলেন—
বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. আব্দুল্লাহেল কাফি, স্বতন্ত্র প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ এবং জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট ইলিয়াস হোসেন মনি।