ধনবাড়ীতে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মত বিনিময়
- আপডেট সময় : ০১:৩৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইলের ধনবাড়ীতে সাংবাদিকদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মতবিনিময় করেছে।
মঙ্গলবার (২০জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় ধনবাড়ী প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় কালে মধুপুর সেনা ক্যাম্পের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর মেজর রিফাত বলেন, পারস্পরিক পরিচিতি, বোঝাপড়া এবং জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মধুপুর ও ধনবাড়ী উপজেলার জনগণের নিরাপত্তা,শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ । গণমাধ্যমের সহযোগিতায় মধুপুর ধনবাড়ীর প্রতিটি এলাকায় সহিংসতাসহ অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধারে সেনা বাহিনী তার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবে।
মতবিনিময়ে সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে নিরপেক্ষ তথ্য উপস্থাপন এবং জননিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ তথ্য সেনাবাহিনীকে জানাতে অনুরোধ জানানো হয়।
এসময় বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের মধুপুর প্রতিনিধি এস.এম শহীদ, ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান। উপস্থিত ছিলেন সহ সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, এস এম আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহেদুল হাসান, জাহিদুল ইসলাম, হাবিবুর রহমান, নুরনবী, জাহিদ সরকার, সোহাগ হোসেন প্রমুখ।






















