ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত অ্যাড. মোহাম্মদ আলী

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৯:১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্যসহ সকল পর্যায়ের সদস্যপদ থেকে টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিটি একই দিনে গণমাধ্যমে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপির প্রার্থীর বিপরীতে স্বতন্ত্রভাবে নির্বাচন করায় সারাদেশে মোট ৫৯ জনকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
ঢাকা বিভাগের বহিষ্কৃত ৯ জন নেতার তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ছাড়াও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব,জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালকের দায়িত্বে ছিলেন।

অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা পাওয়া যায়নি। তবে তার পক্ষ থেকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করা হয়েছে । জানানো হয়েছে এখনো পর্যন্ত বহিষ্কারের কোনো লিখিত কাগজপত্র তাদের হাতে পৌঁছায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত অ্যাড. মোহাম্মদ আলী

আপডেট সময় : ০৯:১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্যসহ সকল পর্যায়ের সদস্যপদ থেকে টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিটি একই দিনে গণমাধ্যমে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপির প্রার্থীর বিপরীতে স্বতন্ত্রভাবে নির্বাচন করায় সারাদেশে মোট ৫৯ জনকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
ঢাকা বিভাগের বহিষ্কৃত ৯ জন নেতার তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ছাড়াও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব,জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালকের দায়িত্বে ছিলেন।

অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা পাওয়া যায়নি। তবে তার পক্ষ থেকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করা হয়েছে । জানানো হয়েছে এখনো পর্যন্ত বহিষ্কারের কোনো লিখিত কাগজপত্র তাদের হাতে পৌঁছায়নি।