ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইল-১

ধনবাড়ীতে জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ, প্রতিবাদে কর্মসূচির ঘোষণা

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম
  • আপডেট সময় : ১২:৩৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) সংসদীয় আসনে ধনবাড়ীতে নির্বাচনী প্রচার কাজে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আব্দুর রহিম নামের এক কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ৮ টার দিকে ছাতারকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত আব্দুর রহিম কে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
আব্দুর রহিম ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রের দাবি, ধনবাড়ীর সাতারকান্দি এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ চলাকালে ধানের শীষের বিএনপির বেশ কিছু কর্মী আব্দুর রহিমের উপর আক্রমণ করে। মাটিতে ফেলে বেধড়ক মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। দাঁড়িপাল্লার প্রার্থী ডা. মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি বুধবার বিকাল ৪টায় ধনবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

টাঙ্গাইল-১

ধনবাড়ীতে জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ, প্রতিবাদে কর্মসূচির ঘোষণা

আপডেট সময় : ১২:৩৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) সংসদীয় আসনে ধনবাড়ীতে নির্বাচনী প্রচার কাজে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আব্দুর রহিম নামের এক কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ৮ টার দিকে ছাতারকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত আব্দুর রহিম কে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
আব্দুর রহিম ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রের দাবি, ধনবাড়ীর সাতারকান্দি এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ চলাকালে ধানের শীষের বিএনপির বেশ কিছু কর্মী আব্দুর রহিমের উপর আক্রমণ করে। মাটিতে ফেলে বেধড়ক মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। দাঁড়িপাল্লার প্রার্থী ডা. মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি বুধবার বিকাল ৪টায় ধনবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।