কুষ্টিয়ার মিরপুরে ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ২

- আপডেট সময় : ০২:১৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার মিরপুরে ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষে ২ সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের রানাখড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, কয়েকজন যাত্রীসহ সিএনজি কুষ্টিয়া থেকে ভেড়ামারা অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের রানাখড়িয়া নামক স্থানে বিপরিত দিক থেকে আসা দ্রুতগামী একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন।
সিএনজি চালকসহ আরও তিনজনকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।