চিকিৎসকের ভেজাল কারখানায় অভিযান
ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

- আপডেট সময় : ১১:০৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে একজন সরকারি চিকিৎসকের মালিকানায় পরিচালিত ভেজাল কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকার সিনহা ফুড প্রোডাক্টসে অভিযান পরিচালনা ও ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। কারখানাটির মালিক একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক বলে জানা গেছে।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া জানান,
ফ্যাক্টরিতে গিয়ে দেখা যায়, বিএসটিআই কর্তৃক মাত্র একটি প্রডাক্টের লাইসেন্স পেলেও তারা বেশ কয়েক ধরনের চিপস, পাঁপড় উৎপাদন করে আসছেন। এছাড়া সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি এবং আড়ং মোজ্জারেলা চিজ-এসিআই পিওর সল্টের মোড়কে নিম্নমানের চিপস প্যাকেটজাত করতে দেখা যায়। গোডাউনে বিপুল পরিমাণে নিম্নমানের জুস পাওয়া যায়, যার কিউআর কোড স্ক্যান করলে উৎপাদনকারী কোম্পানি সম্পর্কে কিছু জানা যায়নি।
উল্লিখিত অপরাধে সিনহা ফুড প্রোডাক্টসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ৫০,০০০/-টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অবিলম্বে নিম্নমানের চিপস-জুস বিক্রি বন্ধ, স্বাস্থ্যবিধি মেনে খাদ্যপণ্য উৎপাদন ও বিএসটিআই লাইসেন্স গ্রহণের নির্দেশ দেওয়া হয়।