মধুপুরে আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান সহ মোট ১১ জন গ্রেপ্তার

- আপডেট সময় : ০৮:৩২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান আখতার হোসেন ও আরো তিন আওয়ামীলীগ নেতাসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ।
আক্তার হোসেন মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে অপারেশন ডেভিড হান্টারে অভিযানে ওই সাবেক চেয়ারম্যানসহ আরো তিন আওয়ামী লীগের নেতাকে গ্রেফতার করে পুলিশ।
এছাড়াও ধনবাড়ী থানার এক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ও বেশ কয়েকজন জুয়ারিসহ মোট ১১ জন আটক হয়েছেন বলে জানিয়েছেন মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির।
তিনি বলেন, রাত থেকে এ পর্যন্ত মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে ১জন আওয়ামী লীগ নেতা ও শোলকুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। এছাড়াও বিভিন্ন স্তরের আরো তিন আওয়ামী লীগ নেতাও রয়েছেন।
ওয়ারেন্ট ভুক্ত আসামি বাদে অন্যদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।