সংবাদ শিরোনাম :
ট্রাকের ধাক্কায় ইউপি চেয়ারম্যান নিহত

কুড়িগ্রাম করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
- আপডেট সময় : ১১:১৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় আব্দুর রাজ্জাক নামে এক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের উপজেলার দেওয়ানের খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।
স্বজনরা জানান, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোটরসাইকেলে ভূরুঙ্গামারী থেকে নাগেশ্বরী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুরের ডক্টরস ক্লিনিকে ভর্তি করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।