ধনবাড়ীতে ২০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বামী স্ত্রী আটক

- আপডেট সময় : ০৪:১৩:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ধনবাড়ীতে ২০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বামী স্ত্রীকে গ্রেফতার করেছে ধনবাড়ী থানা পুলিশ। একই সময়ে ওই দম্পতির মাদক সম্রাট ছেলেকে আটক করে শারীরিক প্রতিবন্ধীর কারণে পরে ছেড়ে দেয়া হয়েছে।
আটককৃতরা হলেন: ধনবাড়ী পৌর এলাকার জুলহাস উদ্দিন(৫২), তার স্ত্রী জাহানারা বেগম(৪৮) ও ছেড়ে দেয়া ছেলের নাম জাহাঙ্গীর আলম।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে,ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ সঙ্গীয ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসাসীদের গ্রেফতার করেন।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ জানান, মাদক বিক্রয়ের উদ্দেশ্যে আসামী দ্বয়ের কাছে থাকা ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। স্বামীর কাছে ছিল ৫ পিচ ও স্ত্রীর কাছে ১৫ পিচ।
মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর ও তার পরিবারের বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসী বেশ কয়েক বার মানবন্ধন করেছেন। তাদের গ্রেফতারের খবরে স্থানীয় এলাকাবাসী মিষ্টি বিতরণ করেন।