ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধাদের মন্তব্য

স্বাধীনতা দিবস মুক্তিযোদ্ধাদের কাছে ঈদের মতো আনন্দের

ধনবাড়ী করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ১০:৫০:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে

স্বাধীনতা দিবস মুক্তিযোদ্ধাদের কাছে ঈদের মতো আনন্দের হওয়ার কথা ছিল বলে মন্তব্য টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুক্তিযোদ্ধাগণের। আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণভাবে বাস্তবায়িত হলে আনন্দটা তেমনি আরো পরিপূর্ণ হতো। দীর্ঘ কয়েক দশকে রাজনৈতিক হানাহানিতে স্বাধীনতার লক্ষ্য সঠিক স্থানে পৌছাতে পারেনি। এ জন্য মুক্তিযোদ্ধাদের মধ্যে হতাশা আছে। সে হতাশা কাটাতে দেশকে স্বাধীনতার সঠিক লক্ষ্যে পৌছানোর দিকে এগিয়ে নেয়ার প্রতি জোর দিয়েছেন তাঁরা।
বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের কর্মসূচিতে উপজেলা প্রশাসনের দেয়া সংবর্ধনার জবাবে বীর মুক্তিযোদ্ধাগণের পক্ষ থেকে এমন মন্তব্য এসেছে।

সূর্যোদয়ের পর ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর স্মৃতিস্তম্ভে প্রশাসনের পক্ষে ধনবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.শাহীন মাহমুদের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অন্যান্যরা পুষ্পস্তবক অর্পণ শুরু করে।
পরে এক এক করে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস.এম শহিদুল্লাহ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উত্তম কুমার সরকার , উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. আলতাব হোসেন,ধনবাড়ী উপজেলা বিএনপি ও পৌর বিএনপি, ধনবাড়ী উপজেলা জামায়াতসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ বলেন, আমরা সবাই মিলে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই। সকল শ্রেণির নাগরিকদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই।
সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আগামীতে দেশের মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়িত হবে বলে প্রত্যাশা করেন তিনি। এর আগে সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
দিবস উপলক্ষে বেলা ১১ টার দিকে ধনবাড়ী সরকারি নওয়াব ইনস্টিটিউশন স্কুল মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপির সদস্য ও বিভিন্ন স্কুলের মাদ্রাসার ছাত্র,ছাত্রীরা ।

 

শালবনবার্তা২৪.কম/এআর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বীর মুক্তিযোদ্ধাদের মন্তব্য

স্বাধীনতা দিবস মুক্তিযোদ্ধাদের কাছে ঈদের মতো আনন্দের

আপডেট সময় : ১০:৫০:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

স্বাধীনতা দিবস মুক্তিযোদ্ধাদের কাছে ঈদের মতো আনন্দের হওয়ার কথা ছিল বলে মন্তব্য টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুক্তিযোদ্ধাগণের। আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণভাবে বাস্তবায়িত হলে আনন্দটা তেমনি আরো পরিপূর্ণ হতো। দীর্ঘ কয়েক দশকে রাজনৈতিক হানাহানিতে স্বাধীনতার লক্ষ্য সঠিক স্থানে পৌছাতে পারেনি। এ জন্য মুক্তিযোদ্ধাদের মধ্যে হতাশা আছে। সে হতাশা কাটাতে দেশকে স্বাধীনতার সঠিক লক্ষ্যে পৌছানোর দিকে এগিয়ে নেয়ার প্রতি জোর দিয়েছেন তাঁরা।
বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের কর্মসূচিতে উপজেলা প্রশাসনের দেয়া সংবর্ধনার জবাবে বীর মুক্তিযোদ্ধাগণের পক্ষ থেকে এমন মন্তব্য এসেছে।

সূর্যোদয়ের পর ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর স্মৃতিস্তম্ভে প্রশাসনের পক্ষে ধনবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.শাহীন মাহমুদের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অন্যান্যরা পুষ্পস্তবক অর্পণ শুরু করে।
পরে এক এক করে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস.এম শহিদুল্লাহ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উত্তম কুমার সরকার , উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. আলতাব হোসেন,ধনবাড়ী উপজেলা বিএনপি ও পৌর বিএনপি, ধনবাড়ী উপজেলা জামায়াতসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ বলেন, আমরা সবাই মিলে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই। সকল শ্রেণির নাগরিকদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই।
সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আগামীতে দেশের মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়িত হবে বলে প্রত্যাশা করেন তিনি। এর আগে সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
দিবস উপলক্ষে বেলা ১১ টার দিকে ধনবাড়ী সরকারি নওয়াব ইনস্টিটিউশন স্কুল মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপির সদস্য ও বিভিন্ন স্কুলের মাদ্রাসার ছাত্র,ছাত্রীরা ।

 

শালবনবার্তা২৪.কম/এআর