ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মধুপুরে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালন 

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তা কম
  • আপডেট সময় : ০৯:৪৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ উপলক্ষে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মধুপুর উপজেলা প্রশাসন এবং টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

“জীবাশ্ম জ্বালানিকে না বলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় মধুপুর উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের সামনে মানববন্ধনে মিলিত হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সনাক এর সভাপতি মো. বজলুর রশিদ খান। টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক সোহানা বিলকিস, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন সুলতানা সুমি’সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানো এখন সময়ের দাবি। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধি অপরিহার্য।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং ক্লিন এনার্জি ব্যবহারে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

মধুপুরে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালন 

আপডেট সময় : ০৯:৪৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ উপলক্ষে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মধুপুর উপজেলা প্রশাসন এবং টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

“জীবাশ্ম জ্বালানিকে না বলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় মধুপুর উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের সামনে মানববন্ধনে মিলিত হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সনাক এর সভাপতি মো. বজলুর রশিদ খান। টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক সোহানা বিলকিস, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন সুলতানা সুমি’সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানো এখন সময়ের দাবি। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধি অপরিহার্য।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং ক্লিন এনার্জি ব্যবহারে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।