ঢাকা ০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

এমআরবিপিএল -২০২৫

সবার অংশ গ্রহণে খেলাধুলার আয়োজন উৎসবে পরিণত হয়- ড. আনিসুজ্জামান

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ১০:২৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫ ১৮৩ বার পড়া হয়েছে

খেলাধুলা এমন একটি সম্মিলনের নাম যেখানে ধর্ম বর্ণ রাজনৈতিক দলের কোনো প্রভাব থাকে না। সবার অংশ গ্রহণে যেকোনো খেলাধুলার আয়োজন উৎসবে পরিণত হয় বলে মন্তব্য করেছন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ফ্যাকাল্টির প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. আনিসুজ্জামান আসলাম। মধুপুর রাণী ভবানী প্রিমিয়ার লিগ- এমআরবিপিএল-২০২৫ উদ্বোধনের দ্বিতীয় দিন মঙ্গলবার প্রথম ধাপের ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, বিশ্ব অলিম্পক আয়োজনে সারা পৃথিবীর দেশগুলো অংশ গ্রহণ করে।ক্রীড়া আয়োজন হলেও সেটা এখন একটা উৎসব ও মিলন মেলার নাম। স্কুলের এ আয়োজনও সাবেক বর্তমান সকল শিক্ষার্থীদের মিলন মেলা।
ড. আসলাম বলেন, স্কুল জীবনের বন্ধুত্বের বন্ধন দৃঢ় বন্ধন। এই বন্ধন কখনো ভাঙে না। পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ের সাথে সংযোগ ঘটার সুযোগ হয়েছে কিন্তু স্কুলের সাথে যে বন্ধন সেই বন্ধনকে উপেক্ষা করা সম্ভব হয়নি। রাণী ভবানী আমার কাছে একটা অনুভূতির নাম। তাই রাণী ভবানীর আযোজনে ডাক পড়লে উপেক্ষা করার চিন্তাও করি না। সব কিছু ফেলে ছুটে আসি।

ক্রিকেট আসরের আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আর্টস এন্ড ফাইনস বিভাগের প্রভাষক মধুপুর রাণী ভবনীর ২০০৬ ব্যাচের কৃতি শিক্ষার্থী রায়হান উদ্দিন ফকির প্রতি বছর এই ক্রিকেট আসর অব্যাহত রাখার আহ্বান জানিয়ে এমআরবিপিএল ২০২৫ এর প্রশংসা করেন।

এ সময় আয়োজক কমিটির সদস্য সচিব প্রকৌশলী খালিদ মোশারফ তাপস, সদস্য এস এম শহীদ, অমিত কুমার সিংহ, শাহরুখ আহমেদ,ইমন,স্বপন মিয়া, মোহাইমিনুর রহমান মুহিত,রিয়াতুল ইসলাম রিফাত, আম্পায়ার খন্দকার ফিরোজ্জামান, কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

পরে অতিথিগণ বিভিন্ন ম্যাচের সেরা ক্রিকেটারদের হাতে ম্যান অব দ্য ম্যাচের ট্রফি তুলে দেন।

মঙ্গলবারের(১এপ্রিল) ম্যাচ-
সকালে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয ভবানিয়ান ব্রেভস ‘১৮ ও স্পোর্টস মাস্টারস ‘১৪ টিমের মধ্যে। টসে জিতে ভবানিয়ান ব্রেভস ‘১৮ ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমে ৭ উইকেটে খুইয়ে ১০ ওভারে রান করে ১২৯। ১৩০ এর টার্গেটে দ্বিতীয় ইনিংসে স্পোর্টস মাস্টারস ‘১৪ সাত উইকেট হারিয়ে ১০ ওভারে সংগ্রহ করে ১১৯ রান। ১০ রানে জয পায় ভবানিয়ান ব্রেভস ‘১৮। দ্বিতীয় ম্যাচে ফিউরাস’১২ নামের টিম ১০ ওভাের খেলে ৯ উইকেটে ৮১ রান করে আটকে যায়। জবাবে মাঠে নেমে চাপহীন ব্যাটে বাউন্ডারি ব্রেকার্স জয় পেতে ৭ উইকেটে ৮ ওভার খেলে শেষ বলে ওভার বাউন্ডারি মেরে ৮৪ রানে পৌঁছে জয় পায়।
শেষ খেলায় ওরা ১১ টিম টসে জিতে ব্যাট করে ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৪ রান করে মাঠ ছাড়ে। সিক্সার’16 দ্বিতীয় ইনিংসে ১০৫ রানের টার্গেটে ব্যাট করে ৪ উইকেট হারায়। ৭.৪ ওভারের শেষ বলে ৬ মেরে ১০৯ রানে পৌঁছে জয় নিশ্চিত করেছে।

 

শালবনবার্তা২৪.কম/এআর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এমআরবিপিএল -২০২৫

সবার অংশ গ্রহণে খেলাধুলার আয়োজন উৎসবে পরিণত হয়- ড. আনিসুজ্জামান

আপডেট সময় : ১০:২৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫

খেলাধুলা এমন একটি সম্মিলনের নাম যেখানে ধর্ম বর্ণ রাজনৈতিক দলের কোনো প্রভাব থাকে না। সবার অংশ গ্রহণে যেকোনো খেলাধুলার আয়োজন উৎসবে পরিণত হয় বলে মন্তব্য করেছন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ফ্যাকাল্টির প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. আনিসুজ্জামান আসলাম। মধুপুর রাণী ভবানী প্রিমিয়ার লিগ- এমআরবিপিএল-২০২৫ উদ্বোধনের দ্বিতীয় দিন মঙ্গলবার প্রথম ধাপের ম্যান অফ দ্যা ম্যাচের ট্রফি বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, বিশ্ব অলিম্পক আয়োজনে সারা পৃথিবীর দেশগুলো অংশ গ্রহণ করে।ক্রীড়া আয়োজন হলেও সেটা এখন একটা উৎসব ও মিলন মেলার নাম। স্কুলের এ আয়োজনও সাবেক বর্তমান সকল শিক্ষার্থীদের মিলন মেলা।
ড. আসলাম বলেন, স্কুল জীবনের বন্ধুত্বের বন্ধন দৃঢ় বন্ধন। এই বন্ধন কখনো ভাঙে না। পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ের সাথে সংযোগ ঘটার সুযোগ হয়েছে কিন্তু স্কুলের সাথে যে বন্ধন সেই বন্ধনকে উপেক্ষা করা সম্ভব হয়নি। রাণী ভবানী আমার কাছে একটা অনুভূতির নাম। তাই রাণী ভবানীর আযোজনে ডাক পড়লে উপেক্ষা করার চিন্তাও করি না। সব কিছু ফেলে ছুটে আসি।

ক্রিকেট আসরের আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আর্টস এন্ড ফাইনস বিভাগের প্রভাষক মধুপুর রাণী ভবনীর ২০০৬ ব্যাচের কৃতি শিক্ষার্থী রায়হান উদ্দিন ফকির প্রতি বছর এই ক্রিকেট আসর অব্যাহত রাখার আহ্বান জানিয়ে এমআরবিপিএল ২০২৫ এর প্রশংসা করেন।

এ সময় আয়োজক কমিটির সদস্য সচিব প্রকৌশলী খালিদ মোশারফ তাপস, সদস্য এস এম শহীদ, অমিত কুমার সিংহ, শাহরুখ আহমেদ,ইমন,স্বপন মিয়া, মোহাইমিনুর রহমান মুহিত,রিয়াতুল ইসলাম রিফাত, আম্পায়ার খন্দকার ফিরোজ্জামান, কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

পরে অতিথিগণ বিভিন্ন ম্যাচের সেরা ক্রিকেটারদের হাতে ম্যান অব দ্য ম্যাচের ট্রফি তুলে দেন।

মঙ্গলবারের(১এপ্রিল) ম্যাচ-
সকালে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয ভবানিয়ান ব্রেভস ‘১৮ ও স্পোর্টস মাস্টারস ‘১৪ টিমের মধ্যে। টসে জিতে ভবানিয়ান ব্রেভস ‘১৮ ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমে ৭ উইকেটে খুইয়ে ১০ ওভারে রান করে ১২৯। ১৩০ এর টার্গেটে দ্বিতীয় ইনিংসে স্পোর্টস মাস্টারস ‘১৪ সাত উইকেট হারিয়ে ১০ ওভারে সংগ্রহ করে ১১৯ রান। ১০ রানে জয পায় ভবানিয়ান ব্রেভস ‘১৮। দ্বিতীয় ম্যাচে ফিউরাস’১২ নামের টিম ১০ ওভাের খেলে ৯ উইকেটে ৮১ রান করে আটকে যায়। জবাবে মাঠে নেমে চাপহীন ব্যাটে বাউন্ডারি ব্রেকার্স জয় পেতে ৭ উইকেটে ৮ ওভার খেলে শেষ বলে ওভার বাউন্ডারি মেরে ৮৪ রানে পৌঁছে জয় পায়।
শেষ খেলায় ওরা ১১ টিম টসে জিতে ব্যাট করে ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৪ রান করে মাঠ ছাড়ে। সিক্সার’16 দ্বিতীয় ইনিংসে ১০৫ রানের টার্গেটে ব্যাট করে ৪ উইকেট হারায়। ৭.৪ ওভারের শেষ বলে ৬ মেরে ১০৯ রানে পৌঁছে জয় নিশ্চিত করেছে।

 

শালবনবার্তা২৪.কম/এআর