মধুপুরে দুই অটোরিক্সার চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

- আপডেট সময় : ০৯:২৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে প্রথমে ব্যাটারি চালিত পরে সিএনজি চালিত অটোরিক্সার পর পর চাপায় পড়ে মীর আব্দুল লতিফ ভোলা (৪০) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১২ টার দিকে টাঙ্গাইল – ময়মনসিংহ আঞ্চলিক মহসড়কের মধুপুর পৌর শহরের কল্লোল সিনেমা হলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মীর আব্দুল লতিফ ভোলা পৌর ভবনের কাছেই রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের উত্তর গলির বাসিন্দা মীর খোরশেদ ডিলারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলা বাসা থেকে মোটরসাইকেল নিয়ে মধুপুরের দিকে আসছিলেন। ঘটনাস্থলে পৌঁছার পর বিপরীতগামী ব্যাটারি চালিত অটোরিক্সা তাকে প্রথমে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে পড়ার সময় একই দিকে যাওয়া দ্রুতগামী সিএনজি চালিত অটো রিক্সা আবারো ধাক্কা দিলে রাস্তায় পড়ে গিয়ে তার মাথা প্রচন্ড আঘাতে ফেটে যায়। হাসপতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির জানান, থানায় ইউডি মামলা হয়েছে। আইনী প্রক্রিয়ায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারকে দাফন করার অনুমতি দেয়া হয়েছে।
এদিকে রাত সাড়ে ৮ টায় নিহত ভোলার জানাজা নামাজ মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।