কাজ বন্ধ করে দিয়ে পুনারায় করার নির্দেশ
মধুপুরে পৌনে এক কোটি টাকার সড়কের কাজে অনিয়মের অভিযোগ

- আপডেট সময় : ১০:০০:০১ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে পৌনে এক কোটি টাকার এক কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণের কাজে অনিয়ম হওয়ার অভিযোগে কাজ বন্ধ করে দিয়ে সঠিক নির্দেশিত নিয়মে কাজ করার নির্দেশনা দিয়েছে প্রশাসন।
শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতার ভিত্তিতে কাজটি বন্ধ করে নতুন করে পুনরায় কাজ করার এ নির্দেশ দেয়া হয়েছে।
জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে “আউশনারা মমিনারা লতিফের বাড়ির সামনে ইটের সলিং হতে মকবুলের বাড়ি পর্যন্ত রাস্তায় হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ” এ কাজটি চলমান। সখীপুরের মেসার্স এ এস এস এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি করছে। পৌনে এক কোটি টাকার ১ কি. মি দৈর্ঘ্যের এই গ্রামীণ রাস্তার কাজের অগ্রগতি দেখতে গত বুধবার সরেজমিনে গিয়ে কাজে অসঙ্গতি লক্ষ্য করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা। ওইদিন সঠিকভাবে কাজ করার নিদর্শেনা দিয়ে আসা হয়। পিআইও রাজিব আল রানা জানান, চলমান ওই কাজ শনিবার আবার উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন কে সাথে নিয়ে পরিদর্শনে যান। পরিদর্শনকালে স্থানে স্থানে খুঁড়ে দেখা হয়। নিম্নমানের ইটের ব্যবহার ও ডিজাইন অনুযায়ী বক্স কাটিং, বালু ফিলিং না করার প্রমাণ মেলে। ফলে আপাতত কাজ বন্ধ করার নির্দেশ দেয়া হয়। কাজে অনিয়মের অপরাধে ঠিকাদারকে পুনরায় নতুন করে কাজ করার নির্দেশনাও প্রদান করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জনস্বার্থে এ ধরনের উন্নয়ন কাজ পরিদর্শন চলমান থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন।
ঠিকাদার প্রতিষ্ঠান এএসএস এন্টারপ্রাইজের সোহেল রানা জানান, বালির স্বল্পতা বা সমস্যার কারণে কাজ বন্ধ করা হয়েছে। শ্রমিক বেশি লাগলেও আবার নতুন করে বালির সঠিক ব্যবহারে তিনি কাজটি করবেন বলে জানিয়েছেন।