ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যা

ধনবাড়ী করেসপন্ডেন্ট, শালবন বার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৮:৫৬:০২ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫ ২৮৪ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ধনবাড়ীতে দুষ্কৃতিকারীদের আক্রমণে মিজানুর রহমান (৪৫) নামের এক ওয়ার্ড আওয়ামী লীগের নেতা খুন হয়েছেন।
শুক্রবার সন্ধ্যার পর ভাইঘাট বাজারে আক্রমণের শিকার হয়ে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মিজানুর রহমান সান্ডালপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। ধোপাখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্বশীল এক নেতা এমন তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের চাচা মহির উদ্দিনসহ স্থানীয়রা জানান, ভাইঘাট বাসস্ট্যান্ড জামে মসজিদে মাগরিব নামাজ শেষে একটি দোকানের সামনে অবস্থানকালে কয়েকজন তাকে ডেকে নেয়। মসজিদের  কাছের একটি চিপায় নিয়ে  দুষ্কৃতিকারীরা ধারালো অস্ত্র নিয়ে  অতর্কিত আক্রমণ করে কুপিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। টাঙ্গাইল নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। হাসপাতালে পৌছলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করেন।
তিনি জানান লাশ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে এই বিষয়ে মামলা হয়েছে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

শালবনবার্তা২৪.কম/এআর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

টাঙ্গাইলে আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০৮:৫৬:০২ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
টাঙ্গাইলের ধনবাড়ীতে দুষ্কৃতিকারীদের আক্রমণে মিজানুর রহমান (৪৫) নামের এক ওয়ার্ড আওয়ামী লীগের নেতা খুন হয়েছেন।
শুক্রবার সন্ধ্যার পর ভাইঘাট বাজারে আক্রমণের শিকার হয়ে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মিজানুর রহমান সান্ডালপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। ধোপাখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্বশীল এক নেতা এমন তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের চাচা মহির উদ্দিনসহ স্থানীয়রা জানান, ভাইঘাট বাসস্ট্যান্ড জামে মসজিদে মাগরিব নামাজ শেষে একটি দোকানের সামনে অবস্থানকালে কয়েকজন তাকে ডেকে নেয়। মসজিদের  কাছের একটি চিপায় নিয়ে  দুষ্কৃতিকারীরা ধারালো অস্ত্র নিয়ে  অতর্কিত আক্রমণ করে কুপিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। টাঙ্গাইল নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। হাসপাতালে পৌছলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করেন।
তিনি জানান লাশ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে এই বিষয়ে মামলা হয়েছে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

শালবনবার্তা২৪.কম/এআর