ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭২৭

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ১০:৩১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৭২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চলমান অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত মোট ১ হাজার ১৭৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য বিভিন্ন অভিযোগে আরও ৫৫০ জনকে আটক করা হয়। গ্রেপ্তার অভিযানের পাশাপাশি উদ্ধার করা হয়েছে একটি বার্মিজ চাকু, একনলা বন্দুক, দুইটি এলজি, একটি কিরিচ, একটি রামদা এবং একটি কার্তুজ। পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় একটি হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টার মধ্যে উদঘাটন করেছে ঢাকা মহানগর পুলিশ। এ ঘটনায় মূল আসামি রাব্বি (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) রাতে কামরাঙ্গীরচরের ব্যাটারিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রশি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে কামরাঙ্গীরচর থানা টহল টিম ঘটনাস্থলে পৌঁছে। সেখানে ৫৬ নম্বর ওয়ার্ডের বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সামনে ময়লার স্তূপ থেকে এক অজ্ঞাতনামা পুরুষের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা রুজু করা হয়।

তদন্তে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্যের ভিত্তিতে পুলিশ রাব্বির সংশ্লিষ্টতার প্রমাণ পায়। পরবর্তীতে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতে দেওয়া জবানবন্দিতে রাব্বি হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার স্বীকারোক্তি অনুযায়ী, পূর্বপরিকল্পিতভাবে সাব্বির নামের এক যুবককে হত্যা করে মৃতদেহ গোপন করার জন্য ময়লার স্তূপে ফেলে রাখা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

error: Content is protected !!

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭২৭

আপডেট সময় : ১০:৩১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৭২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চলমান অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত মোট ১ হাজার ১৭৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য বিভিন্ন অভিযোগে আরও ৫৫০ জনকে আটক করা হয়। গ্রেপ্তার অভিযানের পাশাপাশি উদ্ধার করা হয়েছে একটি বার্মিজ চাকু, একনলা বন্দুক, দুইটি এলজি, একটি কিরিচ, একটি রামদা এবং একটি কার্তুজ। পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় একটি হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টার মধ্যে উদঘাটন করেছে ঢাকা মহানগর পুলিশ। এ ঘটনায় মূল আসামি রাব্বি (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) রাতে কামরাঙ্গীরচরের ব্যাটারিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রশি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে কামরাঙ্গীরচর থানা টহল টিম ঘটনাস্থলে পৌঁছে। সেখানে ৫৬ নম্বর ওয়ার্ডের বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সামনে ময়লার স্তূপ থেকে এক অজ্ঞাতনামা পুরুষের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা রুজু করা হয়।

তদন্তে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্যের ভিত্তিতে পুলিশ রাব্বির সংশ্লিষ্টতার প্রমাণ পায়। পরবর্তীতে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতে দেওয়া জবানবন্দিতে রাব্বি হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার স্বীকারোক্তি অনুযায়ী, পূর্বপরিকল্পিতভাবে সাব্বির নামের এক যুবককে হত্যা করে মৃতদেহ গোপন করার জন্য ময়লার স্তূপে ফেলে রাখা হয়।