সুষ্ঠু নির্বাচন হলে ডাকসুতে জয়ী হবে ছাত্রদল-রুহুল কবির রিজভী

- আপডেট সময় : ১০:৩৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ২ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন যদি নিরপেক্ষ ও অবাধভাবে অনুষ্ঠিত হয়, তাহলে ছাত্রদলের প্যানেলই জয়ী হবে বলে দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ছাত্রদল একটি আদর্শিক ও সংগ্রামী রাজনৈতিক সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ যদি স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়, তবে নিঃসন্দেহে ছাত্রদলের প্রার্থীরাই বিজয়ী হবে।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও র্যালির পূর্বে তিনি এসব মন্তব্য করেন। রিজভী আরও বলেন, ছাত্রদলের ইতিহাস ত্যাগ ও সংগ্রামের ইতিহাস। দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছে। তাই শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলে যোগ্যতার ভিত্তিতে ছাত্রদলকে ভোট দেবে।
বর্তমানে রাজনৈতিক মহলে আলোচিত ‘পিআর পদ্ধতি’ সম্পর্কে রিজভী বলেন, এই পদ্ধতি সম্পর্কে সাধারণ জনগণের কোনো ধারণা নেই। গ্রামের সাধারণ মানুষ বা দেশের সাধারণ ভোটাররা এই পদ্ধতি সম্পর্কে কিছু বলতে পারবে না। এটি এমন একটি পদ্ধতি যা অতীতে কখনো ব্যবহৃত হয়নি এবং এর কোনো দৃষ্টান্তও নেই। জনগণ এমন কোনো পদ্ধতি চায় না যা তাদের বোধগম্য নয়।
আলোচনা সভায় ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী অনুষ্ঠানটি পরিচালনা করেন। সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, তমিজ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল কবির প্রমুখ। অনুষ্ঠানে বিএনপির ৪৭ বছরের রাজনৈতিক সংগ্রাম ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।