ছোট পর্দা থেকে বড় পর্দায আসছেন তানজিন তিশা়
- আপডেট সময় : ১১:০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে

বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। মডেলিং ও র্যাম্প থেকে তার কর্মজীবনের শুরু। এরপর রিজভি ওয়াহিদ ও শুভমিতার গাওয়া ‘চোখেরি পলকে’ মিউজিক ভিডিওতে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।
নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মনে তিনি স্থায়ী জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় থাকেন এই অভিনেত্রী।
সম্প্রতি একটি অনুষ্ঠানে তানজিন তিশা তার জীবনের একটি বিশেষ মুহূর্তের কথা তুলে ধরেন। তিনি বলেন, “এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর একটি মুহূর্ত। আমার মা দ্বিতীয়বারের মতো আদর্শ মা হিসেবে পুরস্কার পেয়েছেন।”
তিনি আরও বলেন, “আমি মনে করি, একজন শিল্পীর সফলতার পেছনে বাবা-মায়ের অনেক বড় অবদান থাকে। আমি আজ যে অবস্থানে আছি, তা শুধুমাত্র আমার মায়ের জন্যই। যখন আমার মাকে সম্মানিত করা হয়, এর চেয়ে বড় প্রাপ্তি আমার কাছে আর কিছু হতে পারে না। তাই আমি খুবই আনন্দিত।”
ভক্তদের সুখবর দিয়ে তিশা বলেন, “আমার দর্শকরা যা চান, আমিও তাই চাই। আমি সবসময় ভালো বাজেটের কাজের জন্য অপেক্ষা করেছি এবং চেষ্টা করি মানসম্মত কাজগুলোতে যুক্ত থাকার। খুব শিগগিরই আমাকে বড় পর্দায় দেখা যাবে।”
এই অভিনেত্রী তার দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমার দর্শকদের জন্যই আমি আজ এই অবস্থানে। আমি বিশ্বাস করি, আমার কিছু খাঁটি দর্শক আছে এবং তাদের জন্যই আমার সবকিছু। আমাকে এত ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য সবার কাছে আমি চিরকৃতজ্ঞ।”
















