ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

৩৪ কোটি টাকা ব্যয়

মধুপুরে ম্যাটস চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৩:০০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় এলাকাবাসী।
সোমবার (৬ অক্টোবর) বেলা সাড়ে এগারো টায় মধুপুর পৌর শহরের কাইতকাই এলাকায় অবস্থিত ম্যাটস ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন মধুপুরবাসীর পক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী।
চার বছর আগে নির্মিত এই প্রতিষ্ঠানটি এখনো চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। মানববন্ধনে মধুপুর ও ধনবাড়ী অঞ্চলের কয়েক শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা এড. মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, জয়নাল আবেদীন বাবলু, মধুপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নু প্রমুখ।
বক্তারা বলেন, টাঙ্গাইল, ময়মনসিংহ ও জামালপুর—এই তিন জেলার মধ্যবর্তী স্থানে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই ম্যাটস ভবনটি নির্মাণ করা হলেও দীর্ঘ চার বছরেও এর কার্যক্রম শুরু হয়নি। ফলে স্থানীয় শিক্ষার্থীরা চিকিৎসা শিক্ষা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। অবহেলায় পড়ে থাকায় ভবনগুলো এখন মাদকসেবীদের আখড়ায় পরিণত হচ্ছে এবং মূল্যবান অবকাঠামো নষ্ট হয়ে যাচ্ছে।
বক্তারা অবিলম্বে মধুপুর ম্যাটস চালুর দাবি জানান এবং বলেন, সরকার চাইলে অতি দ্রুত এ প্রতিষ্ঠান চালু করা সম্ভব।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোঃ জুবায়ের হোসেনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, মধুপুর পৌরসভার কাইতকাই এলাকায় টাঙ্গাইলুজামালপুর আঞ্চলিক মহাসড়কের পাশে পাঁচ একর জায়গার ওপর ৩৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ম্যাটসের অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয় ২০২১ সালের এপ্রিল মাসে।
স্বাস্থ্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ঢাকার মোহাম্মদপুরের ‘নূরানী কনস্ট্রাকশন’ প্রতিষ্ঠানটি কাজ সম্পন্ন করে। আধুনিক এই ক্যাম্পাসে রয়েছে পৃথক ছয়টি ভবন—একাডেমিক ভবন, অধ্যক্ষের বাসভবন, ছাত্রাবাস, ছাত্রীাবাস, শিক্ষক কোয়ার্টার এবং চতুর্থ শ্রেণির কর্মচারীদের কোয়ার্টার।
তবে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারি পর্যায়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে নতুন নিয়োগ বন্ধ থাকায় নতুন ম্যাটস চালু করা যাচ্ছে না।
এলাকাবাসীর প্রত্যাশা, সরকারের দ্রুত উদ্যোগে মধুপুরের ম্যাটসটি চালু হলে এখানকার শিক্ষার্থী ও জনগণের চিকিৎসা শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

৩৪ কোটি টাকা ব্যয়

মধুপুরে ম্যাটস চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৩:০০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

টাঙ্গাইলের মধুপুরে ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় এলাকাবাসী।
সোমবার (৬ অক্টোবর) বেলা সাড়ে এগারো টায় মধুপুর পৌর শহরের কাইতকাই এলাকায় অবস্থিত ম্যাটস ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন মধুপুরবাসীর পক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী।
চার বছর আগে নির্মিত এই প্রতিষ্ঠানটি এখনো চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। মানববন্ধনে মধুপুর ও ধনবাড়ী অঞ্চলের কয়েক শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা এড. মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, জয়নাল আবেদীন বাবলু, মধুপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নু প্রমুখ।
বক্তারা বলেন, টাঙ্গাইল, ময়মনসিংহ ও জামালপুর—এই তিন জেলার মধ্যবর্তী স্থানে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই ম্যাটস ভবনটি নির্মাণ করা হলেও দীর্ঘ চার বছরেও এর কার্যক্রম শুরু হয়নি। ফলে স্থানীয় শিক্ষার্থীরা চিকিৎসা শিক্ষা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। অবহেলায় পড়ে থাকায় ভবনগুলো এখন মাদকসেবীদের আখড়ায় পরিণত হচ্ছে এবং মূল্যবান অবকাঠামো নষ্ট হয়ে যাচ্ছে।
বক্তারা অবিলম্বে মধুপুর ম্যাটস চালুর দাবি জানান এবং বলেন, সরকার চাইলে অতি দ্রুত এ প্রতিষ্ঠান চালু করা সম্ভব।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোঃ জুবায়ের হোসেনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, মধুপুর পৌরসভার কাইতকাই এলাকায় টাঙ্গাইলুজামালপুর আঞ্চলিক মহাসড়কের পাশে পাঁচ একর জায়গার ওপর ৩৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ম্যাটসের অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয় ২০২১ সালের এপ্রিল মাসে।
স্বাস্থ্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ঢাকার মোহাম্মদপুরের ‘নূরানী কনস্ট্রাকশন’ প্রতিষ্ঠানটি কাজ সম্পন্ন করে। আধুনিক এই ক্যাম্পাসে রয়েছে পৃথক ছয়টি ভবন—একাডেমিক ভবন, অধ্যক্ষের বাসভবন, ছাত্রাবাস, ছাত্রীাবাস, শিক্ষক কোয়ার্টার এবং চতুর্থ শ্রেণির কর্মচারীদের কোয়ার্টার।
তবে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারি পর্যায়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে নতুন নিয়োগ বন্ধ থাকায় নতুন ম্যাটস চালু করা যাচ্ছে না।
এলাকাবাসীর প্রত্যাশা, সরকারের দ্রুত উদ্যোগে মধুপুরের ম্যাটসটি চালু হলে এখানকার শিক্ষার্থী ও জনগণের চিকিৎসা শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে।