রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ বহু নেতার শুনানি পেছাল ৫ জানুয়ারি
- আপডেট সময় : ০৫:০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৫ বার পড়া হয়েছে

ঢাকার বিশেষ জজ আদালত-৯ আগামী ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছে। সোমবার (১ ডিসেম্বর) বিচারক মো. আব্দুস সালাম এ আদেশ দেন। নির্ধারিত তারিখে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা থাকলেও আসামিপক্ষ সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাইফুল্লাহ আল মামুন (সাইফুল) জানান, আসামিপক্ষের আবেদনের পর আদালত পরবর্তী শুনানির জন্য নতুন তারিখ ধার্য করেন। তিনি বলেন, অভিযোগ গঠনের প্রক্রিয়া আইনি কাঠামোর মধ্য দিয়েই সম্পন্ন হবে।
মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, গত বছরের ১৯ ডিসেম্বর ‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে অনুষ্ঠিত একটি অনলাইন বৈঠকে বিদেশে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘গৃহযুদ্ধের মাধ্যমে পুনরায় ক্ষমতায় আনা’ নিয়ে আলোচনা এবং অঙ্গীকার ব্যক্ত করা হয়। বিভিন্ন দেশ থেকে ৫৭৭ জন ব্যক্তি সেই জুম মিটিংয়ে অংশ নিয়ে শেখ হাসিনার নির্দেশ পালনের প্রতিশ্রুতিও দেন।
ড. রাব্বি আলমের হোস্টিংয়ে অনুষ্ঠিত ওই বৈঠকের ভয়েস রেকর্ড বিশ্লেষণে দেখা যায়—অংশগ্রহণকারীরা বৈধ সরকারকে শান্তিপূর্ণভাবে কাজ করতে না দেওয়ার ঘোষণা এবং সরকার উৎখাতের পরিকল্পনার কথা বলেন। তদন্ত প্রতিবেদনে এসব কর্মকাণ্ডকে রাষ্ট্রদ্রোহমূলক ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করা হয়েছে।
এই তথ্যের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ২০২৫ সালের ২৭ মার্চ সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন। পরবর্তীতে দীর্ঘ তদন্ত শেষে গত ১৪ আগস্ট তিনি শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। আদালত চার্জশিট গ্রহণ করে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
শেখ হাসিনা ছাড়াও মামলার অন্যান্য আলোচিত আসামিদের মধ্যে রয়েছেন সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বি আলম, জয় বাংলা ব্রিগেড সদস্য কবিরুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, এলাহী নেওয়াজ মাছুম, জাকির হোসেন জিকু, প্রফেসর তাহেরুজ্জামান, এ কে এম আক্তারুজ্জামান, আজিদা পারভীন পাখি, অ্যাডভোকেট এএফএম দিদারুল ইসলাম, মাকসুদুর রহমান, সাবেক এমপি সৈয়দ রুবিনা আক্তার, সাবেক এমপি পংকজ নাথ, লায়লা বানু, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ।












