হার্টে ছিদ্র থাকা দুই শিশুর পাশে ইউএনও, করলেন চিকিৎসার ব্যবস্থা
- আপডেট সময় : ১০:৫৯:০২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ২২ বার পড়া হয়েছে

জন্মগতভাবে হার্টে ছিদ্র নিয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ কক্সবাজার সদর উপজেলার হতদরিদ্র পরিবারের দুই শিশু মরিয়ম জান্নাত ও ফাতেমা জান্নাত। সদ্য বিদায়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলুফা ইয়াসমিন চৌধুরী বিষয়টি জানার পর তাদের চিকিৎসার ব্যবস্থা করেছেন। ইউএনওর অনুরোধে মরিয়ম ও ফাতেমার চিকিৎসার পুরো ব্যয় বহনের দায়িত্ব নিয়েছে মাল্টিসার্ভ ইন্টারন্যাশনাল নামে একটি বেসরকারি সংস্থা (এনজিও) ।
ইউএনও নীলুফা ইয়াসমিন চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, কিছুদিন আগে মরিয়ম জান্নাতের হার্ট অপারেশনের অনুদান নিশ্চিত হয়। এর মধ্যেই ফাতেমা জান্নাত নামে আরেক শিশুর বাবা একজন অটোরিকশা চালক, মেয়ের জন্মগত হার্টের ছিদ্র অপারেশনের জন্য উপজেলা প্রশাসনের কাছে সাহায্য চান। সীমিত আয়ে চিকিৎসা চালাতে না পেরে তিনি প্রশাসনের কাছে শেষ আশ্রয় নেন।
তিনি বলেন, সেই বাবা যখন অসহায় চোখে সাহায্য চাইলেন, বিদায়ের সময় কী করবো বুঝতে পারছিলাম না। এরপরও আল্লাহর ওপর ভরসা রেখে এনজিওর সঙ্গে কথা বলি— আরেকটি শিশুর জন্য সহায়তা পাওয়া যায় কিনা। আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়েই দুই জান্নাতের জন্যই ফান্ড পাওয়া গেছে। ওদের হাসিমুখ দেখার অপেক্ষায় আছি। অপারেশন যেন সফল হয়— সেজন্য সকলের দোয়া কামনা করছি।
চিকিৎসার দায়িত্ব নেওয়া এমএসআইয়ের প্রকল্প সমন্বয়ক মোজাম্মেল হক জানান, ৭ ডিসেম্বর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে দুই শিশুরই অপারেশন সম্পন্ন হবে। প্রতিজনের জন্যে খরচ হবে ৩ লাখ করে মোট ৬ লাখ টাকা।
এমএসআইয়ের অর্থায়নে এ দুই শিশু ছাড়াও ২০টি শিশুর নাকের পলিপ ও টনসিল অপারেশন করা হবে কক্সবাজারের ইউনিয়ন হাসপাতালে। যা শুরু হবে ১০ ডিসেম্বর থেকে।
সন্তানদের চিকিৎসা নিশ্চিত হওয়ায় ইউএনও ও এমএসআই’র প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে দুই শিশুর পরিবার।












