নিখোঁজের তিনদিন পর
রাজধানীর তুরাগ নদী থেকে ধনবাড়ীর শাকিলের লাশ উদ্ধার
- আপডেট সময় : ১২:০৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ৩১ বার পড়া হয়েছে

তিনদিন নিখোঁজ থাকার পর মমিন খান শাকিলের মরদেহ রাজধানীর তুরাগ নদীতে ভাসমান অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তার লাশ উদ্ধার হয়।
গত ৩০ নভেম্বর রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে বাসায় ফেরার পথে তিনি নিখোঁজ হন বলে জানা গেছে।
নিহত মমিন খান শাকিল টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের পোড়া বাড়ি গ্রামের আজাহার আলীর ছেলে। ধনবাড়ী থানার ওসি এস.এম শহীদুল্লাহ তার পরিচয় নিশ্চিত করে জানান,তুরাগ থানা পুলিশ প্রযুক্তির মাধ্যমে আঙুলের ছাপ নিয়ে শাকিলের পরিচয় পেয়ে আমাকে রাত সাড়ে ৯ টার দিকে ফোন করে জানিয়েছে।
শাকিল দরিদ্র পরিবারের সন্তান এবং এক শিশু সন্তানের জনক। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করতেন বলে জানা গেছে।
শাকিলের সহযোদ্ধা ও পরিবারের অভিযোগ, বাসায় ফেরার পথে তাকে অপহরণ করা হয়। এরপর নির্মমভাবে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে তুরাগ নদীতে ফেলে দেওয়া হয়।
অবিলম্বে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা

















