কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৪৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ৩০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কুষ্টিয়া গ্রামের হযরত উম্মে হাবিবা (রাঃ) মহিলা মাদ্রাসা ও এতিমখানার ৬০ জন শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে কালিহাতী ব্লাড ফাউন্ডেশন।
সোমবার (০৮ ডিসেম্বর২০২৫) অনুষ্ঠিত এ মানবিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার জনাব খায়রুল ইসলাম। তিনি বলেন, “কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের এই উদ্যোগ সত্যই প্রশংসনীয়। মানবিক কাজে এমন সংগঠনের পাশে থাকতে পেরে ভালো লাগছে। উপজেলা প্রশাসন সবসময় মানবতার কাজে সহযোগিতায় প্রস্তুত।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা সদস্য ডা. সৈকত হাসান, প্রতিষ্ঠাতা মাহবুব হাসান, সভাপতি হাসিব হুসেইন প্রান্ত, সাধারণ সম্পাদক কিবরিয়া আহমেদ কবির, সাংগঠনিক সম্পাদক মোঃ সিফাত ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক আদনান নাহিদ, ক্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, প্রবাসী বিষয়ক সম্পাদক মাহাদী হাসান মামুন, সমাজকল্যাণ সম্পাদক আবীর হাসান, নারী বিষয়ক সম্পাদক সুরুভী, সহ-শিক্ষা সম্পাদক জান্নাত আক্তার, সহ-সম্পাদক মীর রাহাত ও শাহেদ আহমেদ, প্রচার সম্পাদক সাব্বির হোসেনসহ কার্যনির্বাহী সদস্য ফয়সাল, শারমিন সুলতানা, তানজিলা, তাওহীদ, শরিফুল ইসলাম, মিলন হাসান এবং অন্যান্য স্বেচ্ছাসেবীরা।
শীতার্ত শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে এবং মানবিক সহায়তা পৌঁছে দিতে এ আয়োজনকে কালিহাতী ব্লাড ফাউন্ডেশন কর্তৃপক্ষ ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে।


















