ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

র‍্যাব-১৪ এর অভিযান

মধুপুরে ১২৭ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৩:৩৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের ভুটিয়া এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪, সিপিসি-৩ বিশেষ অভিযান চালিয়ে ১২৭ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ঘটনায় নজরুল ইসলাম (৩৪) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) ভোর রাত আড়াইটার দিকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে র‍্যাব-১৪ এর টিমটি অরণখোলা এলাকার ভুটিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করে।
আটক নজরুল ওই গ্রামের জুব্বার আলীর ছেলে।
র‍্যাব-১৪ সূত্র জানায়,অভিযানে প্রথমে নজরুলের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ট্রাংকের ভেতর থেকে ১১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। নজরুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার সহযোগী মো. স্বপন মিয়ার বাড়িতেও মাদক মজুত আছে। পরে তাকে সাথে নিয়ে স্বপনের বাড়িতে অভিযান চালালে তার স্ত্রী জেসমিন (২৭) পালিয়ে যায়। ওই বাড়িটি তল্লাশি করে আরও ১৩ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র‍্যাব জানায়, উদ্ধার করা মোট ১২৭ কেজি ২০০ গ্রাম গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ লাখ ১৬ হাজার টাকা।
ঘটনার পর গ্রেফতারকৃত নজরুল ইসলামসহ পলাতক আসামি স্বপন মিয়া ও তার স্ত্রী জেসমিনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দ করা মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মধুপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হচ্ছে ও আটককে আমাদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

র‍্যাব-১৪ এর অভিযান

মধুপুরে ১২৭ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

আপডেট সময় : ০৩:৩৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের ভুটিয়া এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪, সিপিসি-৩ বিশেষ অভিযান চালিয়ে ১২৭ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ঘটনায় নজরুল ইসলাম (৩৪) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) ভোর রাত আড়াইটার দিকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে র‍্যাব-১৪ এর টিমটি অরণখোলা এলাকার ভুটিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করে।
আটক নজরুল ওই গ্রামের জুব্বার আলীর ছেলে।
র‍্যাব-১৪ সূত্র জানায়,অভিযানে প্রথমে নজরুলের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ট্রাংকের ভেতর থেকে ১১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। নজরুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার সহযোগী মো. স্বপন মিয়ার বাড়িতেও মাদক মজুত আছে। পরে তাকে সাথে নিয়ে স্বপনের বাড়িতে অভিযান চালালে তার স্ত্রী জেসমিন (২৭) পালিয়ে যায়। ওই বাড়িটি তল্লাশি করে আরও ১৩ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র‍্যাব জানায়, উদ্ধার করা মোট ১২৭ কেজি ২০০ গ্রাম গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ লাখ ১৬ হাজার টাকা।
ঘটনার পর গ্রেফতারকৃত নজরুল ইসলামসহ পলাতক আসামি স্বপন মিয়া ও তার স্ত্রী জেসমিনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দ করা মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মধুপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হচ্ছে ও আটককে আমাদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া হচ্ছে।