ঢাকা ১২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মধুপুর থানায় নতুন ওসি হিসেবে যোগ দিলেন মো. জাফর ইকবাল

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৮:৪২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. জাফর ইকবাল।

সোমবার (৭ ডিসেম্বর) সকালে এক সরল অনুষ্ঠানের মাধ্যমে পূর্ববর্তী ওসি এমরানুল কবীরের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে মধুপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি কিশোরগঞ্জ জেলার ইটনা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের অভিজ্ঞতা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার কারণে তিনি সহকর্মী ও স্থানীয় পর্যায়ে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন।

ওসি মো. জাফর ইকবাল রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। ভাইবোনদের মধ্যে তিনি বড়। ১৯৯৮ সালে এসএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। প্রায় দেড় যুগের কর্মজীবনে তিনি বিভিন্ন অঞ্চলে দায়িত্ব পালন করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সফল ভূমিকা রেখেছেন।

নিরাপদ সমাজ গঠনে সর্বোচ্চ অঙ্গীকার ব্যক্ত করে দায়িত্ব গ্রহণ শেষে দৈনিক কালবেলা’র সঙ্গে একান্ত আলাপকালে তিনি বলেন, মধুপুরকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অনলাইন জুয়ামুক্ত রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবার সহযোগিতা প্রয়োজন। এলাকাবাসীর কাছে সেই সহযোগিতাই আমি কামনা করছি।

তিনি আরও জানান, মধুপুরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল জোরদার করা, অপরাধ দমন, যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে সচেতনতামূলক উদ্যোগ এবং অনলাইন অপরাধ প্রতিরোধে বিশেষ নজর দেওয়া হবে।

নতুন ওসিকে স্বাগত জানিয়ে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা জানান, মধুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে তারা আশাবাদী। তারা মনে করেন, একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির ওসি এলাকায় দায়িত্ব গ্রহণ করায় সাধারণ জনগণ উপকৃত হবে।

মধুপুর থানা প্রশাসনে নতুন নেতৃত্বের আগমনে জননিরাপত্তা, অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা বজায়ে ইতিবাচক পরিবর্তন আসবে, এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

মধুপুর থানায় নতুন ওসি হিসেবে যোগ দিলেন মো. জাফর ইকবাল

আপডেট সময় : ০৮:৪২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলের মধুপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. জাফর ইকবাল।

সোমবার (৭ ডিসেম্বর) সকালে এক সরল অনুষ্ঠানের মাধ্যমে পূর্ববর্তী ওসি এমরানুল কবীরের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে মধুপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি কিশোরগঞ্জ জেলার ইটনা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের অভিজ্ঞতা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার কারণে তিনি সহকর্মী ও স্থানীয় পর্যায়ে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন।

ওসি মো. জাফর ইকবাল রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। ভাইবোনদের মধ্যে তিনি বড়। ১৯৯৮ সালে এসএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। প্রায় দেড় যুগের কর্মজীবনে তিনি বিভিন্ন অঞ্চলে দায়িত্ব পালন করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সফল ভূমিকা রেখেছেন।

নিরাপদ সমাজ গঠনে সর্বোচ্চ অঙ্গীকার ব্যক্ত করে দায়িত্ব গ্রহণ শেষে দৈনিক কালবেলা’র সঙ্গে একান্ত আলাপকালে তিনি বলেন, মধুপুরকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অনলাইন জুয়ামুক্ত রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবার সহযোগিতা প্রয়োজন। এলাকাবাসীর কাছে সেই সহযোগিতাই আমি কামনা করছি।

তিনি আরও জানান, মধুপুরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল জোরদার করা, অপরাধ দমন, যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে সচেতনতামূলক উদ্যোগ এবং অনলাইন অপরাধ প্রতিরোধে বিশেষ নজর দেওয়া হবে।

নতুন ওসিকে স্বাগত জানিয়ে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা জানান, মধুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে তারা আশাবাদী। তারা মনে করেন, একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির ওসি এলাকায় দায়িত্ব গ্রহণ করায় সাধারণ জনগণ উপকৃত হবে।

মধুপুর থানা প্রশাসনে নতুন নেতৃত্বের আগমনে জননিরাপত্তা, অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা বজায়ে ইতিবাচক পরিবর্তন আসবে, এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা।