সংবাদ শিরোনাম :
মধুপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
- আপডেট সময় : ০৪:১৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মধুপুরে বংশাই নদের তীরে বদ্ধভূমিতে গড়া শহীদদের স্মৃতি সৌধে ফুল দিয়ে শহীদদের বিদেহী আত্নার শান্তি কামনায় মোনাজাত করা হচ্ছে

টাঙ্গাইলের মধুপুরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ দোয়া ও আলোচনা সভার মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
রোববার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছেই বংশাই নদের ধারে বদ্ধভূমির উপর স্থাপিত স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ করা হয়। পরে শহীদদের উদ্দেশ্যে বিশেষ মোনাজাত পরিচালিত হয়। মধুপুর উপজেলা পরিষদের মসজিদের ইমাম মাওলানা মোয়াজ্জেম হোসেন দোয়া পরিচালনা করেন।
পরে উপজেলা প্রশাসনের সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা মোহাম্মদ জুবায়ের হোসেন। এতে মধুপুর সরকারি কলেজের অধ্যক্ষ নিখিল চন্দ্র দাস,সহকারী কমিশনার(ভূমি) নঈম উদ্দিন, থানার ওসি জাফর ইকবাল,বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাবিবুর রহমান, আব্দুর রশীদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।






















