টাঙ্গাইল-১ আসনে লাঙল প্রতীক নিয়ে নির্বাচন করার ঘোষণা,
মধুপুরে গণসংযোগে অ্যাডভোকেট ইলিয়াস হোসেন মনি
- আপডেট সময় : ১০:৫০:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে

দাঙ্গা-হাঙ্গামা ও বিরোধের রাজনীতি পরিহার করে শান্তিপূর্ণ ও জনউন্নয়নমুখী রাজনীতির প্রত্যয়ে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ইলিয়াস হোসেন মনি।
সোমবার সন্ধ্যায় মধুপুর থানা মোড় থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি সার্জেন্ট (অব.) মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ইস্পাহানী, পৌর জাতীয় পার্টির নেতা অভিজিৎ দেব, আব্দুল হালিম, অ্যাডভোকেট মতিয়ার রহমানসহ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা।
গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অ্যাডভোকেট ইলিয়াস হোসেন মনি বলেন, জনগণ দাঙ্গা-হাঙ্গামা পছন্দ করে না; তারা শান্তির রাজনীতি চায়। জেলার অন্যতম মধুপুর ও ধনবাড়ীর মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। অর্থনীতির চালিকাশক্তি হওয়া সত্ত্বেও বিখ্যাত আনারসের এই এলাকায় এখনো আনারস প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা নেই। পাশাপাশি বন সংরক্ষণে কার্যকর উদ্যোগেরও অভাব রয়েছে।
তিনি এসব সমস্যার টেকসই সমাধানের পাশাপাশি মধুপুরকে জেলা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টার প্রতিশ্রুতি দেন। গণসংযোগকালে তিনি পৌর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরে জটাবাড়ী মহিষমারা বাজারে পথসভা এবং ধনবাড়ীর ভাইঘাট বাজারে আরেকটি পথসভা করার মাধ্যমে দিনের কর্মসূচি শেষ করার কথা জানান দলের সভাপতি ও সাধারণ সম্পাদক।





















