টাঙ্গাইল-১ আসন(মধুপুর-ধনবাড়ী)
প্রথম দিনেই তিন প্রার্থীর মনোনয়ন ফরম গ্রহণ
- আপডেট সময় : ১১:৫৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ১৭৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-১ আসন (মধুপুর-ধনবাড়ী) নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনেই তিন প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে।
এতে বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্ত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম আনাম স্বপন, বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং জামায়াত-ইসলামী মনোনীত প্রার্থী সাবেক অধ্যক্ষ মোন্তাজ আলীর পক্ষে নেতাকর্মীগণ মনোনয়ন ফরম গ্রহণ করেছেন।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেনের হাত থেকে তারা ফরম গ্রহণ করেন। মধুপুর উপজেলা নির্বাচন অফিস সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল শুরু হয়েছে এবং মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাইসহ নির্দিষ্ট নির্বাচনি কার্যক্রম অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন ঘোষিত সময়সূচির ভিত্তিতে।
আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেয়ার নির্ধারিত সময় বলে জানিয়েছেন ইউএনও মির্জা মো. জোবায়ের হোসেন।























