ইনকিলাব মঞ্চের মুখপাত্র
শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে মধুপুর ও ধনবাড়ীতে বিক্ষোভ
- আপডেট সময় : ০৫:২২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ২৯ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।
মধুপুরে জুম্মার নামাজ শেষে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডের আনারস চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সবুজ মিয়া, অনিক খান, সিয়াম, আব্দুল, সাইফুল্লাহ, জাকির ও শাফিনসহ অন্যান্য নেতাকর্মীরা। বক্তারা শরীফ ওসমান হাদী হত্যার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে ধনবাড়ীতেও জুম্মার নামাজের পর পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উত্তর সমাবেশে বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, এনসিপি’র টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের এমপি প্রার্থী সাইদুল ইসলাম আপন, টাঙ্গাইল জেলা শাখা’র সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর মানিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার প্রচার ও দওয়াত বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি মিনহাজ উদ্দিনসহ অন্যরা।
বক্তারা বলেন, এ ধরনের হত্যাকাণ্ড সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।





















