ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ধনবাড়ীতে এম আজিজুর রহমান

বীর বাঙালি পতাকা ধরো, বাংলাদেশ রক্ষা করো

ধনবাড়ী করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪. কম
  • আপডেট সময় : ০৮:০৯:২০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের উচ্চারিত ঐতিহাসিক স্লোগান “বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো” এর আদলে বর্তমান প্রেক্ষাপটে “বীর বাঙালি পতাকা ধরো, বাংলাদেশ রক্ষা করো” স্লোগান দেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক অধ্যক্ষ এম আজিজুর রহমান।

তিনি রবিবার ধনবাড়ীতে ‘নিজেরা করি’উন্নয়ন সংগঠনের অনুপ্রেরণায় গঠিত ভূমিহীন সমিতির ২৫তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সম্মেলনে ভূমিহীন সমিতির সভাপতি কছিম উদ্দিন সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন শহীদ বুদ্ধিজীবী মুহাম্মদ আখতারের ছোট ভাই ও ধনবাড়ী কলেজিয়েট স্কুলের সাবেক প্রধান শিক্ষক মীর মোহাম্মদ আশরাফ হোসেন, ধনবাড়ী কলেজের সাবেক জিএস ও বিএনপি নেতা মামুনুর রশিদ টিয়া, নিজেরা করি’র কেন্দ্রীয় টিমের নুসরাত আরা, সাংবাদিক এস এম শহীদ, পাইস্কা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নুরুল আলম ফকির, সিপিবি ধনবাড়ী শাখার সাবেক সম্পাদক ইকবাল হোসেন জুপিটার।

এছাড়া আরও বক্তব্য দেন ভূমিহীন নেতা জমিলা বেগম শেফালী বেগম, আব্দুল বাসেত, অসীম গোস্বামীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ভূমিহীন ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় সংগঠিত আন্দোলনের বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।

সম্মেলন শেষে সংগঠনের নতুন কমিটির পরিচিতি, শপথ, ভবিষ্যৎ কর্মসূচি ও দিকনির্দেশনা তুলে ধরা হয়।

“বিল পাড়ের মানুষ” গণ নাটক মঞ্চস্থের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

ধনবাড়ীতে এম আজিজুর রহমান

বীর বাঙালি পতাকা ধরো, বাংলাদেশ রক্ষা করো

আপডেট সময় : ০৮:০৯:২০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের উচ্চারিত ঐতিহাসিক স্লোগান “বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো” এর আদলে বর্তমান প্রেক্ষাপটে “বীর বাঙালি পতাকা ধরো, বাংলাদেশ রক্ষা করো” স্লোগান দেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক অধ্যক্ষ এম আজিজুর রহমান।

তিনি রবিবার ধনবাড়ীতে ‘নিজেরা করি’উন্নয়ন সংগঠনের অনুপ্রেরণায় গঠিত ভূমিহীন সমিতির ২৫তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সম্মেলনে ভূমিহীন সমিতির সভাপতি কছিম উদ্দিন সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন শহীদ বুদ্ধিজীবী মুহাম্মদ আখতারের ছোট ভাই ও ধনবাড়ী কলেজিয়েট স্কুলের সাবেক প্রধান শিক্ষক মীর মোহাম্মদ আশরাফ হোসেন, ধনবাড়ী কলেজের সাবেক জিএস ও বিএনপি নেতা মামুনুর রশিদ টিয়া, নিজেরা করি’র কেন্দ্রীয় টিমের নুসরাত আরা, সাংবাদিক এস এম শহীদ, পাইস্কা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নুরুল আলম ফকির, সিপিবি ধনবাড়ী শাখার সাবেক সম্পাদক ইকবাল হোসেন জুপিটার।

এছাড়া আরও বক্তব্য দেন ভূমিহীন নেতা জমিলা বেগম শেফালী বেগম, আব্দুল বাসেত, অসীম গোস্বামীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ভূমিহীন ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় সংগঠিত আন্দোলনের বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।

সম্মেলন শেষে সংগঠনের নতুন কমিটির পরিচিতি, শপথ, ভবিষ্যৎ কর্মসূচি ও দিকনির্দেশনা তুলে ধরা হয়।

“বিল পাড়ের মানুষ” গণ নাটক মঞ্চস্থের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।