ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

বগুড়া করেসপন্ডন্ট, শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ০৫:৫২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে

বগুড়ার দুপচাঁচিয়ায় প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণের ঘটনা ঘটেছে।

সোমবার (২২ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকা সংলগ্ন ‘লটো’ শোরুম থেকে পিন্টু আকন্দ (৩৫) নামের ওই ব্যবসায়ীকে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শোরুমের ভেতরে অস্ত্র ঠেকিয়ে তাকে টেনেহিঁচড়ে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হচ্ছে।

অপহৃত পিন্টু আকন্দ ওই শোরুমের স্বত্বাধিকারী এবং নওগাঁর রাণীনগর উপজেলার বাসিন্দা। এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, রাত ৯টা ৮ মিনিটে শোরুমের সামনে একটি সাদা রঙের হায়েস মাইক্রোবাস এসে থামে। গাড়ি থেকে মুখ ঢাকা চারজন লোক দ্রুত নেমে আসেন। তাদের মধ্যে একজন সরাসরি শোরুমে ঢুকে পিন্টু আকন্দের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। এরপর তাকে টেনে বাইরে বের করে সহযোগীদের সহায়তায় জোরপূর্বক মাইক্রোবাসে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, “সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপহরণকারীদের শনাক্ত করতে এবং ব্যবসায়ীকে উদ্ধার করতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চালানো হচ্ছে।”

এদিকে স্থানীয় ব্যবসায়ী মহল প্রকাশ্য দিবালোকে এমন অপহরণের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন। তবে সংবাদটি লেখা পর্যন্ত পিন্টু আকন্দের কোনো সন্ধান মেলেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

আপডেট সময় : ০৫:৫২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

বগুড়ার দুপচাঁচিয়ায় প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণের ঘটনা ঘটেছে।

সোমবার (২২ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকা সংলগ্ন ‘লটো’ শোরুম থেকে পিন্টু আকন্দ (৩৫) নামের ওই ব্যবসায়ীকে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শোরুমের ভেতরে অস্ত্র ঠেকিয়ে তাকে টেনেহিঁচড়ে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হচ্ছে।

অপহৃত পিন্টু আকন্দ ওই শোরুমের স্বত্বাধিকারী এবং নওগাঁর রাণীনগর উপজেলার বাসিন্দা। এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, রাত ৯টা ৮ মিনিটে শোরুমের সামনে একটি সাদা রঙের হায়েস মাইক্রোবাস এসে থামে। গাড়ি থেকে মুখ ঢাকা চারজন লোক দ্রুত নেমে আসেন। তাদের মধ্যে একজন সরাসরি শোরুমে ঢুকে পিন্টু আকন্দের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। এরপর তাকে টেনে বাইরে বের করে সহযোগীদের সহায়তায় জোরপূর্বক মাইক্রোবাসে তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, “সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপহরণকারীদের শনাক্ত করতে এবং ব্যবসায়ীকে উদ্ধার করতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চালানো হচ্ছে।”

এদিকে স্থানীয় ব্যবসায়ী মহল প্রকাশ্য দিবালোকে এমন অপহরণের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন। তবে সংবাদটি লেখা পর্যন্ত পিন্টু আকন্দের কোনো সন্ধান মেলেনি।