ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপে ৬৩টি যৌতুকবিহীন বিয়ে

ধর্ম ডেস্ক রিপোর্ট, শালবন বার্তা ২৪
  • আপডেট সময় : ০৬:৪০:৫০ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে

বিশ্ব ইজতেমার প্রথম ধাপে যৌতুক বিহীন ৬৩টি বিয়ে সম্পন্ন হয়েছে। ভারতের মাওলানা যোহাইরুল হাসান এই বিয়ে পড়িয়েছেন। বিয়ে সম্পূর্ণ হওয়ার পরে উনি সকলের জন্য দোয়া করেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) বাদ আসর ইজতেমা ময়দানে উপস্থিত হন ৬৩ জোড়া দম্পতি। তাদের সম্মতিতে ইজতেমার বয়ান মঞ্চে যৌতুকবিহীন বিবাহের আয়োজন সম্পন্ন হয়।

ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিবছরের মতো এবারও ইজতেমার দ্বিতীয় দিনে যৌতুকবিহীন বিবাহের আয়োজন হয়েছে। এতে ৬৩টি বিবাহ কার্য সম্পন্ন হয়েছে।

এর আগে টঙ্গীর তুরাগ তীরে প্রথম পর্বের দ্বিতীয় দিনে ইজতেমার অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে যৌতুকবিহীন বিয়ের কথা জানানো হয়। বাংলাদেশ তাবলিগ জামাতের শুরায়ি নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রেওয়াজ অনুযায়ী বয়ান মঞ্চের মিম্বরের কামরার পাশে শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকেই যৌতুকবিহীন বিয়ের হবু দম্পতির নামের তালিকাভুক্তির কাজ শুরু হয়। তালিকুভুক্তির পর হবু দম্পতির লোকজনদের কাছে একটি করে সিরিয়ালের টোকেন দেওয়া হয়। আসর নামাজের আগ পর্যন্ত নাম তালিকাভুক্ত করা হয়। সবকিছু ঠিকঠাক হওয়ার পর আসরের নামাজের পর বয়ান মঞ্চ থেকেই এ বিয়ে পড়ানো হয়।

নিয়ম অনুযায়ী কনের অনুপস্থিতিতে বর-কনের অভিভাবক এবং বর সশরীরে বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। বিয়ের আগে বর-কনের উদ্দেশ্যে বয়ান এবং বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। পরে বর-কনের অভিভাবকরা বয়ান মঞ্চের আশপাশে উপস্থিত মানুষদের মধ্যে খেজুর বিতরণ করেন। ‘মোহর ফাতেমি’র নিয়মানুযায়ী এ বিয়েতে মোহরানা ধরা হয় দেড়শ’ তোলা রুপা বা এর সমমূল্যের অর্থ।

শুরায়ি নিজামের প্রথম পর্বের ৩ দিনের এই ইজতেমায় লাখো মুসল্লি অংশ নিয়েছেন। ইজতেমা ময়দানে শুক্রবার (৩১ জানুয়ারি) দেশের বৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হয়। এতে মুসল্লিদের ঢল নামে। ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

 

এআর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপে ৬৩টি যৌতুকবিহীন বিয়ে

আপডেট সময় : ০৬:৪০:৫০ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫

বিশ্ব ইজতেমার প্রথম ধাপে যৌতুক বিহীন ৬৩টি বিয়ে সম্পন্ন হয়েছে। ভারতের মাওলানা যোহাইরুল হাসান এই বিয়ে পড়িয়েছেন। বিয়ে সম্পূর্ণ হওয়ার পরে উনি সকলের জন্য দোয়া করেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) বাদ আসর ইজতেমা ময়দানে উপস্থিত হন ৬৩ জোড়া দম্পতি। তাদের সম্মতিতে ইজতেমার বয়ান মঞ্চে যৌতুকবিহীন বিবাহের আয়োজন সম্পন্ন হয়।

ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিবছরের মতো এবারও ইজতেমার দ্বিতীয় দিনে যৌতুকবিহীন বিবাহের আয়োজন হয়েছে। এতে ৬৩টি বিবাহ কার্য সম্পন্ন হয়েছে।

এর আগে টঙ্গীর তুরাগ তীরে প্রথম পর্বের দ্বিতীয় দিনে ইজতেমার অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে যৌতুকবিহীন বিয়ের কথা জানানো হয়। বাংলাদেশ তাবলিগ জামাতের শুরায়ি নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রেওয়াজ অনুযায়ী বয়ান মঞ্চের মিম্বরের কামরার পাশে শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকেই যৌতুকবিহীন বিয়ের হবু দম্পতির নামের তালিকাভুক্তির কাজ শুরু হয়। তালিকুভুক্তির পর হবু দম্পতির লোকজনদের কাছে একটি করে সিরিয়ালের টোকেন দেওয়া হয়। আসর নামাজের আগ পর্যন্ত নাম তালিকাভুক্ত করা হয়। সবকিছু ঠিকঠাক হওয়ার পর আসরের নামাজের পর বয়ান মঞ্চ থেকেই এ বিয়ে পড়ানো হয়।

নিয়ম অনুযায়ী কনের অনুপস্থিতিতে বর-কনের অভিভাবক এবং বর সশরীরে বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। বিয়ের আগে বর-কনের উদ্দেশ্যে বয়ান এবং বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। পরে বর-কনের অভিভাবকরা বয়ান মঞ্চের আশপাশে উপস্থিত মানুষদের মধ্যে খেজুর বিতরণ করেন। ‘মোহর ফাতেমি’র নিয়মানুযায়ী এ বিয়েতে মোহরানা ধরা হয় দেড়শ’ তোলা রুপা বা এর সমমূল্যের অর্থ।

শুরায়ি নিজামের প্রথম পর্বের ৩ দিনের এই ইজতেমায় লাখো মুসল্লি অংশ নিয়েছেন। ইজতেমা ময়দানে শুক্রবার (৩১ জানুয়ারি) দেশের বৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হয়। এতে মুসল্লিদের ঢল নামে। ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

 

এআর