সড়ক দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতায় দোয়া মাহফিল

- আপডেট সময় : ০৮:৫৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ২২৪ বার পড়া হয়েছে

নব দিগন্ত ব্লাড গ্রুপ ও মধুপুর নাগরিক উন্নয়ন ফোরামের উদ্যোগে মধুপুর উপজেলার গোলাবাড়িতে ঘটে যাওয়া সড়ক দূর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় রবিবার ২ রা মার্চ মধুপুর বাসস্ট্যান্ড জামে মসজিদে বাদ যোহর দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন নব দিগন্ত ব্লাড গ্রুপের সভাপতি ও মধুপুর নাগরিক উন্নয়ন ফোরামের আহবায়ক সাইফুল্লাহ বিন মানসুর এবং দোয়া পরিচালনা করেন মাওলানা শরীফ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন মধুপুর সনাকের সাবেক সভাপতি ও শহীদ স্মৃতি কলেজের সাবেক অধ্যক্ষ বজলুর রশীদ খান, সাংবাদিক শহিদুল ইসলাম, মধুপুর নাগরিক উন্নয়ন ফোরামের সদস্য সচিব মোল্লা মামুন আজাদ, ইয়েস সহ দলনেতা খন্দকার বদিউজ্জামান বুলবুল, ইয়েস সদস্য উবায়দুল্লাহ আল মামুন, শফিকুল ইসলাম, আব্দুল মমিন, স্বাস্থ্য বিষয়ক এসিজির সমন্বয়ক হুমায়ুন কবিরসহ আহতদের স্বজন এবং ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ।
উল্লেখ্য, গত ২৭ তারিখ কমিউনিটি এংগেজমেন্টের কাজে অটো রিক্সা করে মধুপুর সনাকের ইন্টার্ন সুমি খাতুন ও রুহুল আমিন এবং ইয়েস দলনেতা রুহুল আমিন রনি গোলাবাড়ি থেকে মধুপুর ফেরার পথে মধুপুর-জামালপুর আঞ্চলিক সড়কের গোলাবাড়ি ব্রিজের পূর্ব পাশে ট্রাকের সাথে অটো রিক্সার সংঘর্ষে অটো রিক্সা দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে অটো চালক আব্দুল গফুর মৃত্যুবরণ করেন এবং আহতদের উন্নত চিকিৎসায় ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। ময়মনসিংহ মেডিক্যাল কলেজে নেওয়ার পর মধুপুর সনাকের ইন্টার্ন রুহুল আমিন মৃত্যুবরণ করেন এবং আহত অপর দুইজন সুমি ও রনি কে উন্নত চিকিৎসার জন্য যথাক্রমে ঢাকা পঙ্গু হাসপাতাল এবং পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়। আজ রোববার সেখানে জটিল একটি অপারেশেনর কথা আছে।