ঘাটাইলে কাব কার্ণিভাল অনুষ্ঠিত

- আপডেট সময় : ১২:৪৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ স্কাউটস প্রোগ্রামের ব্যবস্থাপনায় কাব কার্ণিভাল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) সকালে ঘাটাইল এস. ই.পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ ।
এ সময় আরো উপস্থিত ছিলেন,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম,শিক্ষা অফিসার মোহাম্মদ রাফিউল ইসলাম, জেলা সহকারী ট্রেইনার মোঃ হেলাল উদ্দিন,
উপজেলা স্কাউটস-এর কমিশনার আবুল কালাম আজাদ,বাশিস উপজেলা শাখার সাবেক সভাপতি খন্দকার তাহাজ্জদ হোসেন,সাবেক সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, এস. ই.পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান,বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ স্কাউট উপজেলা শাখার কোষাধ্যক্ষ মোঃ নূরুজ্জামান মিয়া,সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন তালুকদার,জেলা যুগ্ম সম্পাদক তাপস সুত্র ধর, উপজেলা কাব লিডার মোঃ হুমায়ন কবি প্রমুখ। কাব কার্ণিভাল আনন্দময়,উত্তেজনাপূর্ণ শিক্ষামুলক এবং প্রতিযোগিতামুলক এ অনুষ্ঠানে উপজেলার ৩২ টি কাব দল অংশগ্রহণ নেয়। প্রতিযোগিতায় বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।