জনগণের ভালোবাসা নিয়ে প্রতিপক্ষকে পরাজিত করা মধুর প্রতিশোধ
- আপডেট সময় : ০৭:০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ২৭৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইল-১(ধনবাড়ী-মধুপুর) আসনের সংসদ সদস্য পদে বিএনপি থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ বলেছেন, প্রতিপক্ষ রাজনৈতিক দলের সমর্থক কর্মিদের প্রতি প্রতিহিংসাবশত পিটিয়ে প্রতিশোধের নেশায় পড়া যাবে না। সহানুভূতিশীল,ভালাবাসার সম্পর্ক করে জনগণের মনে জায়গা নিয়ে সমর্থন আদায় করতে হবে। কাজে কর্মে বুঝাতে হবে জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের আকাঙ্খা পূরণের দল। জনগণের ভালোবাস আর সমর্থনের মাধ্যমে প্রতিপক্ষকে পরাজিত করাই মধুর প্রতিশোধ।
মঙ্গলবার বিকেলে মধুপুরের দুর্গাপুর বাজার এলাকার(ফাজিলপুর) আজাদ স্পোটিং ক্লাব মাঠে এক সহকর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এমন কথা বলেন।
নেতাকর্মীদের পরামর্শ দিয়ে আজাদ বলেন, গ্রামে গ্রামে নিজেদের মধ্যে পুরনো সামাজিক বন্ধনের সংস্কৃতির কার্যক্রম ফিরিয়ে আনতে হবে। পাশের বাড়ির প্রতিবেশীর বাড়িতে এক বাটি তরকারি নিয়ে গিয়ে খোঁজ খবর নিতে হবে। আগের মতো পিঠা চিড়ার আয়োজন করে দাওয়াত দিতে হবে। শুধু নিজের স্বার্থ দেখলে হবে না। পরস্পরের প্রতি সহমর্মিতা দেখাতে হবে। রাষ্ট্রের প্রতিটি নাগরিকের কথা চিন্তা করে রাজনীতি করতে হবে। পঙ্গু জাতি বা পর নির্ভরজাতি গঠন না করে কর্মঠ ও বৈধ আয় রোজগারের ক্ষেত্র তৈরি করে দিতে রাষ্ট্রকে কাজ করতে হবে। এলাকায় এলাকায় কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান করে দক্ষ জনবল গঠনের সুযোগ সৃষ্টি করতে হবে। এমপি না হয়েও এ সব কাজ করার প্রতি সামর্থ্যবানদের আহবান জানান তিনি। আমৃত্যু তার এসব বিষয়ে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। এছাড়া সবার প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে কল্যাণ রাষ্টে পরিণত করার আহবান জানিয়েছেন তিনি।
সহকর্মী সম্মেলনে মধুপুর উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক মো. নুরুল আলম মেম্বার সভাপতিত্ব করেন।
এতে মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক নেতা আশরাফুল ইসলাম মাসুদ, আবুল কালাম আজাদ,ধনবাড়ী পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহ শামছুদ্দোহা তাপস, মধুপুর পৌর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সদস্য মো. মোশাররফ হোসেন, মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ , সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সুরুজ্জামান লুলু, যুবদল নেতা মিনহাজ হোসেন বক্তৃতা করেন।