সাকিবের পর একমাত্র ক্রিকেটার হিসেবে অনন্য রেকর্ডে নবির নাম

- আপডেট সময় : ১১:১৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, টি-টোয়েন্টি ফরম্যাটে ১০০০ রান এবং ১০০ উইকেট শিকার করা বিশ্বের একমাত্র ক্রিকেটার ছিলেন। এতদিন এই অনন্য কীর্তিতে তার পাশে আর কারও নাম ছিল না। এবার বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সেই রেকর্ডে নাম লেখালেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবি।
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে গত মঙ্গলবার পাকিস্তানকে ১৮ রানে পরাজিত করে আফগানিস্তান। এই ম্যাচে মোহাম্মদ নবি ৪ ওভারে মাত্র ২০ রান খরচ করে ২ উইকেট লাভ করেন। যদিও ব্যাট হাতে এদিন তিনি তেমন কিছু করতে পারেননি। তবে তার প্রয়োজন ছিল মাত্র একটি উইকেট। দুটি উইকেট শিকার করার মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নবির বর্তমান উইকেটসংখ্যা এখন ১০১টি।
এর আগেই, ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ অলরাউন্ডার ব্যাট হাতে দুই হাজার রান পেরিয়েছিলেন। কালকের ম্যাচ শেষে নবির সংগ্রহ দাঁড়ায় ২২৪৬ রান এবং ১০১ উইকেট। বল ও ব্যাট হাতে এই যৌথ কীর্তি গড়তে নবিকে খেলতে হয়েছে ১৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ। অন্যদিকে, অবসর নেওয়ার আগে সাকিব আল হাসান ১২৯টি টি-টোয়েন্টি ম্যাচে ২৫৫১ রান এবং ১৪৯ উইকেট শিকার করেছেন।
এদিকে, আফগানিস্তান জাতীয় দলের হয়ে মোহাম্মদ নবি দ্বিতীয় বোলার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক পূর্ণ করেছেন। তার চেয়ে কম ম্যাচ (৯৮) খেলে ১৬৫ উইকেট নিয়ে সবার শীর্ষে আছেন আফগান লেগস্পিন অলরাউন্ডার রশিদ খান। এর দু’দিন আগেই রশিদ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়েছিলেন। এই তালিকায় এরপর যথাক্রমে আছেন টিম সাউদি (১৬৪), ইশ সোধি (১৫০), সাকিব (১৪৯) এবং মুস্তাফিজুর রহমান (১৪২)।
সাকিবের পর একমাত্র ক্রিকেটার হিসেবে ইতিহাসে নাম লেখানোর দিনে নবির উদযাপন দ্বিগুণ হয়েছে আফগানিস্তানের জয়ের কারণে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা ১৫৯ রান সংগ্রহ করে। তাদের প্রায় পুরো রানই এসেছে দুই ওপেনার সেদিকউল্লাহ অটল (৬৪) এবং ইব্রাহিম জাদরানের (৬৫) ব্যাট থেকে। অন্যদিকে, পাকিস্তান লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায়। তাদের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন হারিস রউফ। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৫১ রানে তাদের লড়াই থেমে যায়।