ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মধুপুরে সহযোগীসহ মাদক সম্রাট নিক্সন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৬:৩৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ৮৩০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে মাদকবিরোধী অভিযানে এলাকার মাদক সম্রাট খ্যাত জুয়েল সরকার ওরফে নিক্সন ও তার সহযোগী বিল্লাল হোসেন নামের দু’জনকে আটক হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) দুপুর ২টার দিকে মধুপুর উপজেলার চরপাড়া এলাকা থেকে নিক্সন ও দামপাড়া থেকে বিল্লালকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল সরকার নিক্সন নামকরা মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে এলাকায় মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও সে গা-ঢাকা দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। অবশেষে মাদকবিরোধী বিশেষ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী তাকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে জুয়েল সরকার নিক্সনকে ১ বছরের কারাদণ্ড এবং তার সহযোগী বিল্লাল হোসেনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।

স্থানীয় সচেতন মহল এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে এমন অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, মধুপুরে মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এলাকায় যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

মধুপুরে সহযোগীসহ মাদক সম্রাট নিক্সন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

আপডেট সময় : ০৬:৩৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

টাঙ্গাইলের মধুপুরে মাদকবিরোধী অভিযানে এলাকার মাদক সম্রাট খ্যাত জুয়েল সরকার ওরফে নিক্সন ও তার সহযোগী বিল্লাল হোসেন নামের দু’জনকে আটক হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) দুপুর ২টার দিকে মধুপুর উপজেলার চরপাড়া এলাকা থেকে নিক্সন ও দামপাড়া থেকে বিল্লালকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল সরকার নিক্সন নামকরা মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে এলাকায় মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও সে গা-ঢাকা দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। অবশেষে মাদকবিরোধী বিশেষ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী তাকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে জুয়েল সরকার নিক্সনকে ১ বছরের কারাদণ্ড এবং তার সহযোগী বিল্লাল হোসেনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।

স্থানীয় সচেতন মহল এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে এমন অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, মধুপুরে মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এলাকায় যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।