ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মধুপুরে সাপের দংশনে মাছ শিকারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট, শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ১২:৩৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ২১৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের পালবাড়ী গ্রামে সাপের দংশনে আনিসুর রহমান আনসের (৪০) নামের এক মাছ শিকারির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার রাত ৯ টার দিকে তার মৃত্যু হয়। সাপে দংশিত প্রয়াত আনিসুর পালবাড়ি গ্রামের আমির আলীর ছেলে।

আনিসুর রহমানের ভাতিজা কলেজ শিক্ষার্থী ইমরান হোসেন জানান, তার চাচার মাছ শিকারে বেশ ঝোঁক ছিল। সোমবার সন্ধ্যায় নদীতে মাছ ধরতে গেলে তার পায়ে সাপে কামড়ে দেয়। ওই অবস্থায় তিনি সাপটি মেরেও ফেলেন। পরে তিনি অসুস্থ্য হয়ে পড়ায় তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

ইমরান আরো জানান, তার চাচার এক শ্যালক ময়মনসিংহে না নিয়ে আধুনিক চিকিৎসার পরিবর্তে একই উপজেলার গোলাবাড়ী ইউনিয়নে ভট্টবাড়ি গ্রামের আনোয়ার মৌলভী নামের কবিরাজের কাছে নিয়ে যান। চিকিৎসা ব্যর্থ হলে রাত আনুমানিক ৯টার দিকে আনিসুরের মৃত্যু হয়েছে ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান জানান, কর্তব্যরত চিকিৎসক রোগীর আশঙ্কা জনক অবস্থার কথা স্বজনদের জানান। হাসপাতালে ভ্যাক্সিন থাকা স্বত্বেও রোগীর জিসিএস- (Glasgow Coma Scale) স্কোর- ৮ থাকায় আশঙ্কাজনক ছিল। জরুরি ভিত্তিতে ICU তে ভর্তি দিয়ে ভেন্টিলেটরের প্রয়োজন হতে পারে । এজন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছিল।

ময়মনসিংহ না নিয়ে কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পর রোগী মারা যাওয়ার খবর জেনে ডা. সাইদুর রহমান জানান, সাপের দংশনের ক্ষেত্রে দ্রুত ও সঠিক চিকিৎসাই জীবন বাঁচাতে পারে। এমন পরিস্থিতিতে সবাইকে অপ্রচলিত চিকিৎসার প্রতি নির্ভরতা পরিহার করে আধুনিক চিকিৎসা গ্রহণের পরামর্শও দিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

মধুপুরে সাপের দংশনে মাছ শিকারীর মৃত্যু

আপডেট সময় : ১২:৩৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের পালবাড়ী গ্রামে সাপের দংশনে আনিসুর রহমান আনসের (৪০) নামের এক মাছ শিকারির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার রাত ৯ টার দিকে তার মৃত্যু হয়। সাপে দংশিত প্রয়াত আনিসুর পালবাড়ি গ্রামের আমির আলীর ছেলে।

আনিসুর রহমানের ভাতিজা কলেজ শিক্ষার্থী ইমরান হোসেন জানান, তার চাচার মাছ শিকারে বেশ ঝোঁক ছিল। সোমবার সন্ধ্যায় নদীতে মাছ ধরতে গেলে তার পায়ে সাপে কামড়ে দেয়। ওই অবস্থায় তিনি সাপটি মেরেও ফেলেন। পরে তিনি অসুস্থ্য হয়ে পড়ায় তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

ইমরান আরো জানান, তার চাচার এক শ্যালক ময়মনসিংহে না নিয়ে আধুনিক চিকিৎসার পরিবর্তে একই উপজেলার গোলাবাড়ী ইউনিয়নে ভট্টবাড়ি গ্রামের আনোয়ার মৌলভী নামের কবিরাজের কাছে নিয়ে যান। চিকিৎসা ব্যর্থ হলে রাত আনুমানিক ৯টার দিকে আনিসুরের মৃত্যু হয়েছে ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান জানান, কর্তব্যরত চিকিৎসক রোগীর আশঙ্কা জনক অবস্থার কথা স্বজনদের জানান। হাসপাতালে ভ্যাক্সিন থাকা স্বত্বেও রোগীর জিসিএস- (Glasgow Coma Scale) স্কোর- ৮ থাকায় আশঙ্কাজনক ছিল। জরুরি ভিত্তিতে ICU তে ভর্তি দিয়ে ভেন্টিলেটরের প্রয়োজন হতে পারে । এজন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছিল।

ময়মনসিংহ না নিয়ে কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পর রোগী মারা যাওয়ার খবর জেনে ডা. সাইদুর রহমান জানান, সাপের দংশনের ক্ষেত্রে দ্রুত ও সঠিক চিকিৎসাই জীবন বাঁচাতে পারে। এমন পরিস্থিতিতে সবাইকে অপ্রচলিত চিকিৎসার প্রতি নির্ভরতা পরিহার করে আধুনিক চিকিৎসা গ্রহণের পরামর্শও দিয়েছেন তিনি।