“মিস্টার মধুপুরবাসী” খ্যাত জাপান প্রবাসী হারুন অর রশিদ’র জন্মদিন
- আপডেট সময় : ১১:২৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে

মধুপুর অঞ্চলের মাটি ও মানুষ কে ভালোবেসে যে মানুষ দিনমান পথহাটে। অহরনিশি স্বপ্নদেখে এক অগ্রসরমান জনপদে পরিনত হয়ে জেলা শহরের মর্যাদায় উন্নিত হোক প্রিয় জন্মস্থান মধুপুর। আজ মধুপুর অঞ্চলের সেই অনন্য ব্যক্তিত্ব, জাপান প্রবাসী সাংবাদিক ও সামাজিক সংগঠক মোঃ হারুন অর রশিদ যিনি ফেসবুকভিত্তিক জনপ্রিয় গ্রুপ “মধুপুরবাসী”-এর প্রতিষ্ঠাতা তাঁর জন্মদিন।
তিনি বাংলাদেশে বেক্সিমকো মিডিয়ার অধুনালুপ্ত দৈনিক মুক্তকন্ঠে একজন প্রশাসনিক কর্মকর্তা ছিলেন।সুদুর প্রবাসে বসে তিনি মধুপুরবাসী গ্রুপটি পরিচালনা করছেন এটা আমরা সবাই জানি। আমাদের হারুন যে একজন অভিনেতা তা কি আমরা জানি???
আজ ৯০ দশকের শেয দিকে হারুন অভিনীত নাটক, বিজ্ঞাপন ও সিনেমা নিয়ে আলোচনা করবো।
৯০ দশকের শেষ দিকে তিনি সর্বপ্রথম বাংলাদেশ টেলিভিশন প্রযোজিত “মুক্তিযুদ্ধের অস্ত্র ” নামে একটি প্রামাণ্য চলচ্চিত্রে অভিনয় করেন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ব্যবহৃত সকল ধরনের অস্ত্রের সম্পর্কে বিশদ বিবরণসহ তথ্যবহুল এই প্রামাণ্য চলচ্চিত্রটি একটি ঐতিহাসিক দলিল। এটি পরিচালনা করেন স্বনামধন্য সাংবাদিক, লেখক ও নাট্যকার আবু আল সাঈদ।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক আখতারুজ্জামান পরিচালিত “নিঃস্বের কাছে ঋণী” নামে একটি টেলিফিল্মে অভিনয় করেন। আলোচিত এই টেলিফিল্মে মাহফুজ,মৌসুমী, কাজল, হারুন সহ অনেকেই অভিনয় করেছিলেন।
বিখ্যাত পরিচালক জহির রায়হানের ছেলে বিপুল রায়হান পরিচালিত ধুমপান বিরোধী একটি বিজ্ঞাপনে অভিনতা আনিসুর রহমান মিলনের সাথে কাজ করেন যা বিটিভিতে দেখানো হতো। তিনি নায়ক বুলবুল আহমেদ পরিচালিত এক পর্বের একটি নাটক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত একটি নাটকেও অভিনয় করেন। এছাড়া তিনি বিখ্যাত লেখিকা রাবেয়া খাতুনের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ও নাটক ঘাতক রাত্রি -তে আজিজুল হাকিম, আফসানা মিমিসহ আরো অনেক অভিনেতার সাথে অভিনয় করেন।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক আখতারুজ্জামান পরিচালিত ও হারুন প্রযোজিত “মর্জিনার মরা বাঁচা ” নামক একটি নাটকে এটিএম শামসুজ্জামান ও নায়িকা কাজল অভিনীত অসম প্রেমের নাটকটি ও তৎকালিন সময়ে বেশ আলোচিত একটি নাটক।
হারুনসুদূর জাপানে অবস্থান করেও তাঁর মাতৃভূমি জন্মস্থান নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন, এই ফেইসবুক গ্রুপের মাধ্যমে মধুপুরের সমাজকে সচেতন করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। নিঃসন্দেহে তাঁর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। আজ তাঁর জন্মদিন উপলক্ষে তাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই তাঁর জন্য দোয়া করবেন।
মধুপুরবাসী ফেইসবুক গ্রুপ থেকে উপরের লেখা গুলো নেওয়া হয়েছে হুবুহু ।


















