বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম আর নেই
- আপডেট সময় : ১০:২১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মধুপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম আর নেই। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি গত রাত সাড়ে ১২ টার দিকে আউশনারা ইউনিয়নের বোকারবাইদ গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
ওই গ্রামের মরহুম মারফত আলী সরকারের ছোট ছেলে আব্দুল হালিম ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করে সরাসরি যুদ্ধ করেছেন। মহান মুক্তিযুদ্ধের এই বীর সেনানীর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে মধুপুর মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। শোক সন্তপ্ত পরিবােরর প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।
সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ জানান, মুক্তিযুদ্ধে তাঁর সঙ্গী ছিলেন আব্দুল হালিম। অসীম সাহসিকতার সাথে তিনি যুদ্ধ করেছেন। দেশের জন্য তাঁর অবদান অকৃত্রিম। জাতি তাঁর অকৃত্রিম অবদানের কথা স্মরণ রাখবে। তিনি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের বিদেহী আত্মার শান্তি কামনা করছেন।
প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধার জানাজা নামাজ বাদ জুম্মা বোকার বাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। একই সময়ে প্রয়াত এই মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মান জানানো হবে।
মৃত্যুকালে তিনি এক পুত্র, দুই মেয়ে রেখে গেছেন। তাঁর স্ত্রী পূর্বেই মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।