তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৫৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ ” স্লোগান সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে অরনখোলা ইউনিয়ন পরিষদ আয়োজিত শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১১ টায় মধুপুর উপজেলার অরনখোলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন কাকরাইদ উচ্চ বিদ্যালয় মাঠে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় মধুপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও অরনখোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক শারমিন সুলতানা সুমি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন।
কাকরাইদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ পারভেজ এর সঞ্চালনায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালায় আলোচনা করেন কাকরাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, অরনখোলা ও বেরিবাইদ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবুল কায়সার, টেলকী মুসলেহ উদ্দীন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফিলিপ মৃ, অরনখোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান প্রবির কুমার বর্মন, জাতীয় নাগরিক কমিটি মধুপুর শাখার সদস্য সবুজ মিয়া, মাজহারুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় ভুটিয়া উচ্চ বিদ্যালয়, জলছত্র কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদ্যালয়, টেলকী মুসলেহ উদ্দীন চৌধুরী উচ্চ বিদ্যালয়, জলছত্র দাখিল মাদরাসার ও কাকরাইদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ইউনিয়ন পরিষদের প্রশাসক আগামীর নতুন বাংলাদেশ গড়ার অন্তরায় কি কি সমস্যা এবং এর সমাধান প্রতিনিধিদের কাছে আহবান করেন।