সংবাদ শিরোনাম :
মধুপুরের ১৫০ শিশু শিক্ষার্থী পেল স্কুল ব্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
- আপডেট সময় : ০৫:০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ৩৬৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর পৌর এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
পৌরসভার পক্ষ থেকে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন শিক্ষার্থীদের হাতে এ ব্যাগ তুলে দেন।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সরাসরি স্বল্প আয়ের পরিবারের শিশু শিক্ষার্থীদের হাতে তিনি স্কুল ব্যাগ তুলে দেন। ঐ পৌর এলাকার ১৩ টি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
পৌরসভার প্রশাসক মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে ব্যাগ বিতরণ অনুষ্ঠানে বর্তমান পৌরসভা পরিচালনা পরিষদের সব সদস্য, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।